আজকাল ওয়েবডেস্ক: ২০২২ সাল থেকে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক তিনি। সেই কেএল রাহুল লখনউকে বিদায় জানালেন। 

সমস্ত সম্পর্ক ছেদ করার সময়ে লোকেশ রাহুল সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ''কোচ, সতীর্থ এবং সমর্থকদের কাছে আমি কৃতজ্ঞ। ওদের জন্যই লখনউয়ে আমার যাত্রা অবিস্মরণীয় হয়ে রয়েছে। আমার উপরে বিশ্বাস রাখার জন্য সকলকে ধন্যবাদ। আপনাদের সমর্থনই আমাকে শক্তি জুগিয়েছে। এ বার নতুন ভাবে শুরু করব।'' 

সর্বসমক্ষে লোকেশ রাহুলকে ধমকাচ্ছেন লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। গতবারের আইপিএলের সব চেয়ে চর্চিত বিষয়। সবাই জানতে চান সেদিন ঠিক কী ঘটেছিল? সেই বিতর্কিত অধ্যায় নিয়ে মুখ খুলেছেন লোকেশ রাহুল। 

ক্রীড়া বিষয়ক একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে লোকেশ রাহুল বলেছেন, ''খেলার পরে সেদিন মাঠে যা ঘটেছিল তা মোটেও সুখকর জিনিস ছিল না। ক্রিকেট মাঠে এমন দৃশ্য দেখতেও কেউ তৈরি থাকে না। আমার মনে হয় সেই ঘটনা গোটা গ্রুপকেই প্রভাবিত করেছিল।'' 

 
এদিকে দিল্লিতে নতুন ইনিংস শুরু করার আগে লোকেশ রাহুলকে নিয়ে দিল্লি ক্যাপিটালসের কো-ওনার পার্থ জিন্দাল বলেন, ''লোকেশ রাহুল খুশি। দিল্লির সদস্য হতে পারে উত্তেজিতও বটে। ও বেঙ্গালুরুর ছেলে, আমার দল বেঙ্গালুরু এফসি। আমার সঙ্গে বেঙ্গালুরু এফসির কয়েকটা ম্যাচ রাহুল দেখেছে। রাহুলের স্ত্রী আথিয়াকে আমি চিনি। আমার পারিবারিক বন্ধু আথিয়া।'' 

নিলামের আগে লোকেশ রাহুলকে বলতে শোনা গিয়েছিল, তিনি আসন্ন আইপিএলে স্বাধীন ভাবে খেলতে চান। খেলাটাকে উপভোগ করতে চান। জিন্দাল বলছেন, ''রাহুল আমাকে বলেছে, ও কেবল ক্রিকেটটাই খেলতে চায়। ফ্র্যাঞ্চাইজির থেকে ভালবাসা চায়। চায় সবাই ওর পাশে থাকুক। আমাকে বলেছে, পার্থ তোমার কাছ থেকে আমি শ্রদ্ধা চাই। আমি জানি আমি সেই শ্রদ্ধা-ভালবাসা তোমার কাছ থেকে পাব। আরও বলেছে, বন্ধুর জন্য খেলার অপেক্ষায় রয়েছি। দিল্লিকে জেতানোর স্বপ্ন দেখছি। আমিও কোনওদিন আইপিএল জিতিনি। দিল্লিও কোনওদিন খেতাব জেতেনি। চল, একসঙ্গে আমরা আইপিএল জিতব।''