আজকাল ওয়েবডেস্ক: যখন আইপিএলে খেলতে এসেছিলেন। দাম ছিল ২০ লক্ষ টাকা। আর এখন ২৩ কোটি ৭৫ লক্ষ। বেঙ্কটেশ আইয়ারের কথা বলছি। কেকেআরের এই বাঁহাতি ব্যাটার যতটা সাবলীল ব্যাট হাতে, ততটাই মনোযোগী পড়াশুনায়। ইতিমধ্যেই এমবিএ করে ফেলেছেন। এখন করছেন পিএইচডি। যাতে ক্রিকেট ছাড়ার পর রোজগারের পথ খোলা থাকে। বেঙ্কটেশের বয়স এখন ২৯। মধ্যপ্রদেশের ক্রিকেটার এক মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন। বেঙ্কটেশের কথায়, ‘এক মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি। মিডল ক্লাস পরিবারের ক্ষেত্রে শুধু ক্রিকেট খেলেই উপার্জন করব এই কথাটা ভাবা বেশ মুশকিল। আমার মা–বাবাও সেটা ভাবেন। বরাবরই পড়াশুনোয় ভাল ছিলাম। তবে মা–বাবা খেলায় বরাবরই উৎসাহ দিয়ে এসেছেন। যখন মধ্যপ্রদেশ দলে প্রথম সুযোগ পাই প্রশ্ন করা হয়েছিল পড়াশুনো করছ? তাছাড়া এক জন ক্রিকেটার তো ৬০ বছর অবধি খেলতে পারে না। তাই অন্য জীবনটাও ভাবতে হয়।’
এরপরই বেঙ্কটেশের সংযোজন, ‘জীবনে এগিয়ে যেতে হলে পড়াশুনো দরকার। সবসময় খেলার কথা ভাবি না। তাহলে চাপ বাড়ে। পড়ার পাশাপাশি খেলাও থাকে। দুটো একসঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছি। শিক্ষিত হওয়ায় মাঠে সিদ্ধান্ত নিতেও সুবিধা হয়। তাছাড়া এক জন ক্রিকেটার হিসেবে বাকিদেরও শেখানোর চেষ্টা করি। সাধারণ জ্ঞানের পাঠও দিই। আপতত ক্রিকেট খেলছি। আগামীদিনে ডক্টরেট হয়ে যাব।’
