আজকাল ওয়েবডেস্ক: ভেঙ্কটেশ আইয়ার কি প্রায় ২৪ কোটির চাপ অনুভব করতে শুরু করে দিয়েছেন? 

আইপিএল শুরু হতে আর এক সপ্তাহ বাকি। কলকাতা নাইট রাইডার্সের অন্যতম অস্ত্র ভেহ্কটেশ আইয়ার নিজেই স্বীকার করেছেন, তিনি চাপে রয়েছেন। 

২৩ কোটি ৭৫ লক্ষ টাকার বিনিময়ে ভেঙ্কটেশ আইয়ারকে দলে নিয়েছে কলকাতা। চারদিক থেকে তৈরি হচ্ছে প্রত্যাশার চাপ। ভেঙ্কটেশ আইয়ার নিজেও অনুভব করতে শুরু করে দিয়েছেন এই পাহাড়প্রমাণ চাপ। 


গতবার কলকাতা নাইট রাইডার্স ফের আইপিএল খেতাব জেতে। কেকেআর-এর জয়ের পিছনে বড় ভূমিকা ছিল ভেঙ্কটেশ আইয়ারের। ৩৭০ রান করেছিলেন তিনি। এবারও তাঁর কাছ থেকে দুর্দান্ত পারফরম্যান্স চাইছেন ভক্তরা। 

ক্রিকেট সংক্রান্ত এক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ভেঙ্কটেশ আইয়ার বলেন, ''অবশ্যই চাপ অনুভব করতে শুরু করেছি। যদি বলি চাপ নেই, তাহলে সত্যের অপলাপ হবে। আমরা সবাই সোশ্যাল মিডিয়ার যুগে বাস করছি। আমি কীভাবে চাপ নিচ্ছিল, তা পুরোপুরি আমার উপরই নির্ভর করে। আমি অবশ্য কলকাতার প্রতি আস্থা হিসেবে দেখছি সবটা। কেকেআরের জন্য আমি বিশেষ কিছু করতে আগ্রহী। আমার দামের জন্য অবশ্য খেলার ধরন বদলাব না।'' 

আইয়ারের দাম নিয়ে সর্বত্র চর্চা চলছে। কিন্তু তারকা ক্রিকেটার মনে করেন, খেলার মাঠে বল গড়ালে আর তা মাথায় থাকবে না। কেকেআরের বাঁ হাতি তারকা বলেন, '' আইপিএল শুরু হলে আমি ২০ লাখ টাকার ক্রিকেটার নাকি ২০ কোটি টাকার, তা কেউ মনে রাখবে না। আমি কলকাতার একজন খেলোয়াড়। মাঠে আমাকে পারফর্ম করতে হবে। কুড়ি লাখ টাকার বিনিময়ে আমাকে নেওয়া হলে একই ভাবে আমি খেলতাম।''

বাকি আর সাতদিন। ভেঙ্কটেশ আইয়ার তুলির শেষ টান দিতে তৈরি। মাঠে তাঁর ব্যাট কী বলে, সেটা দেখার জন্য তৈরি হচ্ছেন ভক্তরা।