আজকাল ওয়েবডেস্ক: চেন্নাই সুপার কিংস ফাস্ট বোলার খলিল আহমেদের রোহিত বন্দনা। তিনি চান আরও দশ বছর ক্রিকেট খেলুন হিটম্যান। ওয়ানডে-তে তিনি ভারতের অধিনায়ক। রোহিতের বয়স এখন ৩৮। আরও ১০ বছর খেললে তাঁর বয়স হবে ৪৮। রেভস্পোর্টস-কে দেওয়া এক সাক্ষাৎকারে খলিল আহমেদ বলেন, ''আমার মনে হয় ভারতীয় ক্রিকেটের উন্নতির জন্য রোহিত শর্মা আরও দশ বছর খেলুক। অবশ্য এটা আমার ব্যক্তিগত মতামত।''
রোহিতকে নিয়ে খলিল আহমেদের এহেন মন্তব্য ভেসে এল এমন এক সময়ে যখন সবাই মনে করছেন ওয়ানডে ফরম্যাটেও হিটম্যান আর বেশিদিন খেলবেন না। আরও পড়ুন: ইরানের কাছে তিন গোল হজম, খালিদ জামিলের নিশানায় কে?
ক্রিকেট সম্পর্কে ওয়াকিবহাল মনে করেন, ওয়ানডে কেরিয়ারও হয়তো রোহিত দ্রুতই শেষ করে দেবেন। সম্প্রতি ব্রঙ্কো পরীক্ষা দিয়েছেন তিনি। সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। খলিল আহমেদ বলছেন, ''২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে আমাদের সিরিজ চলছিল। রাজকোটে অনুষ্ঠিত ম্যাচে আমার পারফরম্যান্স ভাল ছিল না। রোহিত ভাই সাজঘরে আমার কাছে এসে ব্যক্তিগত ভাবে কথা বলে যান। দল ততক্ষণে মাঠ ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু মুখোমুখি কথা বলার জন্য চলে এসেছিলেন। বলেছিলেন, তুমি নিজেও জানো না তোমার ক্ষমতা। এদিকে দর্শকরা রোহিত ভাইয়ের নাম ধরে চিৎকার করছিলেন। রোহিত ভাই আমাকে বোঝান, এই ধরনের ব্যাপার তোমার সঙ্গেও ঘটতে পারে। একজন ক্যাপ্টেন খেলার শেষে আমার সঙ্গে কথা বলার জন্য চলে এল সাজঘরে, এটা দেখে বুঝেছিলাম কতটা সহৃদয় ব্যক্তি রোহিত ভাই।''
আইপিএল চলাকালীন টেস্ট ফরম্যাট থেকে সরে গিয়েছিলেন রোহিত শর্মা। রোহিতের পথ ধরে বিরাট কোহলিও লাল বলের ফরম্যাটকে বিদায় জানান।
দুই তারকা ক্রিকেটার এখন কেবল ওয়ানডে ফরম্যাট খেলবেন। কিন্তু দুই মহারথী ক্রিকেটার একটা ফেয়ারওয়েল ম্যাচও পেলেন না। এটাই পীড়িত করছে প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্তের।
তিনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে ছেড়ে কথা বলেননি। নিজের ইউটিউব চ্যানেলে শ্রীকান্ত বলেছেন, ''দেশের হয়ে একশো টেস্ট যে খেলেছে, সে দুর্দান্ত ক্রিকেটার ধরে নিতেই হবে। তাকে ফেয়ারওয়েল দেওয়া উচিত। বিরাট কোহলি ও রোহিত শর্মা যখন অবসর নেয়, তখন একটা গ্যাপ থেকে গিয়েছে। বোর্ড ওদের দু'জনের সঙ্গেই কথা বলতে পারত। এটা ভারতীয় ক্রিকেটের জন্য দৃষ্টিকটূ।'' দুই ক্রিকেটারের অবসর নিয়ে গোটা দেশ আলোড়িত। প্রাক্তন ক্রিকেটাররা মুখ খুলেছেন। এবার সেই তালিকায় নতুন সংযোজন কৃষ্ণমাচারি শ্রীকান্ত।
শ্রীকান্ত মনে করেন, কোহলির অবসর গ্রহণ তাড়াতাড়ি হয়ে গিয়েছে। প্রাক্তন তারকা ওপেনার বলছেন, ''বিরাট কোহলির অবসর দ্রুত হয়ে গেল। বিরাট কোহলি আরেকটু ভাল সেন্ড অফ পেতে পারত। এখনও দু'বছরের ক্রিকেট বেঁচে ছিল ওর মধ্যে। বিরাট কোহলির মতো একজন ক্রিকেটার পাওয়া সত্যিই কঠিন।'' বিরাট কোহলির পরিবর্ত পাওয়া কঠিন। কঠিন রোহিত শর্মার বিকল্প খুঁজে পাওয়াও। সব অর্থেই তাঁদের বিকল্প খুঁজে পাওয়া কঠিন। খেলোয়াড় হিসেবে তাঁরা অনেক বড়। ততটাই বড় মানুষ হিসেবে।
আরও পড়ুন: রোহিত–বিরাটের শূন্যস্থান ভরবে কে? প্রশ্ন তুলে দিলেন সতীর্থ ক্রিকেটারই
