আজকাল ওয়েবডেস্ক: তাঁর বিশ্বজয়ী দলের সদস্য মদন লাল বলেছিলেন, বিরাট কোহলি কোনওদিন ভুলবে না এই মর্মান্তিক ঘটনা। এবার মদনলালের অধিনায়ক কপিল দেব নিখাঞ্জ মুখ খুললেন বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনা নিয়ে। 

স্পষ্ট জানিয়ে দিলেন, উদযাপনের থেকে জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এই ধরনের উদযাপনের আগে মানুষ যেন আরও সতর্ক হন এই বার্তা দিয়েছেন তিরাশির বিশ্বজয়ী অধিনায়ক। 

রয়্যাস চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল জেতার পরে চিন্নাস্বামী স্টেডিয়ামের আশপাশে প্রায় আড়াই লক্ষ মানুষ উপস্থিত হয়েছিলেন। ভিড়ে হুড়োহুড়িতে ১১ জন পদপিষ্ট হয়ে মারা যান। 

পিটিআই-কে কপিল বলেন, ''আমার শুনে খুব খারাপ লেগেছে। এর থেকেই আমাদের শিক্ষা নিতে হবে। পরের বার এমন ধরনের উদযাপনের আগে মানুষকে সতর্ক হতে হবে।'' 

সংশ্লিষ্ট দল, আয়োজকদের জন্যও বার্তা দিচ্ছেন কপিল। তিনি বলছেন, ''আনন্দ করতে এসে এই পর্যায়ের ভুল যেন আর না হয়। ভবিষ্যতে কোনও দল যদি জেতে তাহলে শান্ত থাকা উচিত। উদযাপনের থেকে জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ। এভাবে দেখতে হবে বিষয়টা।'' 

এদিকে আইপিএল শেষ হতেই ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচ নিয়ে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। কপিল বলছেন, ''দল হিসেবে ওরা ভাল। ক্রিকেট টিম গেম। দল হিসেবে খেলতে পারলে ভাল ফলাফল আসবে। শুভমান গিল হোক বা জশপ্রীত বুমরাহ...ব্যক্তিবিশেষের উপরে নির্ভর করলে হবে না। দল হিসেবে খেলতে হবে। এটাই গুরুত্বপূর্ণ। শুভেচ্ছা রইল। জিতে ফিরে এসো।''