আজকাল ওয়েবডেস্ক: একদিন পরই ভারতীয় ক্রিকেটে নতুন যুগ শুরু হতে চলেছে। নতুন যাত্রা শুরু হবে শুভমন গিলের। ২০০৭ সালে রাহুল দ্রাবিড়ের অধিনায়কত্বে শেষবার ইংল্যান্ডে টেস্ট সিরিজ জিতেছে ভারত। তার আগে ১৯৭১ এবং ১৯৮৬ সালে অজিত ওয়াদেকর এবং কপিল দেবের নেতৃত্বে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জেতে ভারতীয় দল। এবার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে বড় দাবি করে বসলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক। কপিল দেব মনে করেন, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতবে ভারত। ইংল্যান্ডের মাটিতে মাত্র তিনটে টেস্ট খেলেছে গিল। ৮৮ রান করেন। গড় ১৪.৬৬। তাসত্ত্বেও তরুণ নেতার ওপর ভরসা রাখছেন। একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিশ্বকাপজয়ী অধিনায়ক জানান, তাঁর শুভমনের ওপর পূর্ণ ভরসা আছে। কপিল দেব বলেন, 'গিল প্রতিভাবান ক্রিকেটার। এখন ভারতীয় দলের অধিনায়ক। আমি নিশ্চিত যে ও ট্রফি নিয়ে ফিরবে। আমরা ওকে নিয়ে গর্বিত। ওর জন্য শুভেচ্ছা থাকল। আশা করছি ওরা সেরাটা দেবে এবং জিতে ফিরবে।'
তিনজন মহাতারকা বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবিচন্দ্রন অশ্বিনকে ছাড়াই ভারতীয় দল নামবে। যার ফলে তরুণ দলের সামনে বড় চ্যালেঞ্জ। অভিজ্ঞদের মধ্যে আছেন রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরা, কেএল রাহুল, ঋষভ পন্থ। তবে এরা ছাড়া অনেক নতুন মুখ আছে, যারা ইংল্যান্ডের মাটিতে প্রথমবার খেলবে। এই তালিকায় আছে সাই সুদর্শন, অর্শদীপ সিং, হর্ষিত রানা, অভিমন্যু ঈশ্বরণ, যশস্বী জয়েসওয়াল, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল, প্রসিদ্ধ কৃষ্ণ এবং আকাশ দীপ। তবে এই দলকে অনভিজ্ঞ বলতে নারাজ বিশ্বকাপজয়ী অধিনায়ক। কপিল দেব বলেন, 'আজ ওদের অনভিজ্ঞ মনে হতে পারে, কাল ওরা অভিজ্ঞতা অর্জন করবে। আমার ওদের ওপর ভরসা আছে। ওরা বিশেষ কিছু করে দেখাবে। আমি ওদের উদ্দেশে বলতে চাই, মাঠে নেমে নিজেদের সেরাটা দাও। উপভোগ করো। ওদের একমাত্র এটাই বলার আছে।' বুমরার ভূয়সী প্রশংসা করেন কপিল দেব।
