আজকাল ওয়েবডেস্ক: তিনি এলেন, দেখলেন এবং জয় করে নিলেন। নতুন ঠিকানায় এসেই জায়গা পেলেন প্রথম একাদশে। গোল করলেন দুটি। ফ্লুমিনেন্সকে ০-২ গোলে হারিয়ে ফাইনালের ছাড়পত্র জোগাড় করল চেলসি। 

ম্যাচ শুরুর ১৮ মিনিটের মধ্যে গোল করেন পেদ্রো। বক্সের বাইরে বল পেয়ে চমৎকার বাঁক খাওয়ানো 
 শটে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

ফ্লুমিনেন্স তাঁর শৈশবের ক্লাব। এই ক্লাবের হয়েই তিনি যাত্রা শুরু করেছিলেন। একসময়ে যে ক্লাব ছিল তাঁর ঘরবাড়ি, সেই ক্লাবের বিরুদ্ধেই জোড়া গোল পেদ্রোর। 

গোল করার সুযোগ পেয়েছিল ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সও। ২৬ মিনিটে গোললাইন থেকে হারকিউলিসের শট বাঁচান চেলসির মার্ক কুকুরেইয়া।

আট মিনিট বাদেই রেফারি পেনাল্টি দিয়েছিলেন ফ্লুমিনেন্সকে। কিন্তু ভিএআর দেখে সিদ্ধান্ত বদল করেন রেফারি। 

৫৬ মিনিটে দ্বিতীয় গোলটি করেন পেদ্রো। গোলের পরে তিনি উদযাপন করেননি। ফাইনালে চেলসির মুখোমুখি হবে কে, সেই উত্তরের অপেক্ষায় ফুটবলবিশ্ব।