আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার ৩১ বছরে পা দিলেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরা। নিজের বিশেষ দিনে ভক্তদের শুভেচ্ছায় ভাসলেন তিনি। বুমরার জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন স্ত্রী সঞ্জনা গণেসানও। ভারতীয় পেসারের স্ত্রী সঞ্জনা বুমরার উদ্দেশ্যে একটি মিষ্টি বার্তা শেয়ার করে ভক্তদের মন জয় করেছেন। সঞ্জনা সমাজ মাধ্যমে বুমরার উদ্দেশ্যে একটি আবেগপূর্ণ জন্মদিনের শুভেচ্ছা বার্তা পোস্ট করেন, যা কয়েক মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। বুমরা তাঁর বোলিং এবং অসাধারণ দক্ষতার জন্য পরিচিত। বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের একটি গুরুত্বপূর্ণ অংশ তিনি।
ক্রিকেট মাঠে তাঁর দাপট যেমন ভক্তরা দেখতে ভালবাসেন, তেমনি তাঁর ব্যক্তিগত জীবনও ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দু বলে মনে করা হয়। মাঝে মধ্যেই বুমরার স্ত্রী সঞ্জনা তাঁদের সম্পর্কের মিষ্টি মুহূর্তগুলি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ার পোস্টে সঞ্জনা লিখেছেন, ‘আমার লবস্টার এবং অঙ্গদের সিংহকে জন্মদিনের শুভেচ্ছা’। ‘লবস্টার’ কথাটিকে সাধারণত জীবনের সঙ্গী বোঝাতে ব্যবহার করা হয়ে থাকে। সঞ্জনার পোস্টের এই ক্যাপশনটি ভক্তদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। যদিও এই বিশেষ দিনে বুমরা নির্বিকার। তিনি নেমে পড়েছেন অ্যাডিলেডে দিন রাতের টেস্ট খেলতে।
