আজকাল ওয়েবডেস্ক: চার বলে চার উইকেট। দলীপ ট্রফির ইতিহাসে প্রথম। উত্তরাঞ্চলের হয়ে বল করতে নেমে নতুন ইতিহাস সৃষ্টি করলেন আকিব নবি। ভেঙে দিলেন কপিল দেবের ৪৭ বছরের রেকর্ড। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে নিজের গতি দিয়ে নয়া কীর্তি স্থাপন করলেন ২৮ বছরের পেসার। ৫৩তম ওভারের শেষ তিন বলে তিন উইকেট। আউট করেন বিরাট সিং, মনীষী এবং মুক্তার হুসেনকে। নিজের পরের ওভারের প্রথম বলে সুরজ সিন্ধু জয়েসওয়ালকে ফেরত পাঠান। দলীপ ট্রফির ইতিহাসে প্রথম বোলার হিসেবে চার বলে চার উইকেট নেওয়ার নজির গড়লেন। এর আগে এই টুর্নামেন্টে হ্যাটট্রিক ছিল কপিল দেবের। ১৯৭৮ সালে উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলের ম্যাচে এই নজির গড়েছিলেন তিনি। দিলীপ ট্রফিতে হ্যাটট্রিক আছে সাইরাজ বাহতুলেরও। এবার সবাইকে ছাপিয়ে গেলেন আকিব নবি।
১০.১ ওভার বল করে ২৮ রানে ৫ উইকেট তুলে নেন। তাঁর আগুনে বোলিংয়ে পূর্বাঞ্চলের প্রথম ইনিংসে ধস নামে। ৪০৫ রানের জবাবে, ২৩০ রানে শেষ হয়ে যায় ইনিংস। দলীপ ট্রফিতে তৃতীয় প্লেয়ার হিসেবে হ্যাটট্রিক করলেন কাশ্মীরের পেসার। ২০২০ সালে জম্মু কাশ্মীরের হয়ে অভিষেক হয় নবির। কোয়ার্টার ফাইনালে কর্নাটকের বিরুদ্ধে তিন উইকেট নিয়ে প্রচারের আলোয় আসেন। দ্বিতীয় ইনিংসে উইকেট পাননি। কিন্তু আঁটোসাঁটো বোলিং করেন। মাত্র ৭ ম্যাচ খেলে ২৪ উইকেট নেন। গড় ১৮.৫০। তারমধ্যে ছিল দুটো পাঁচ উইকেট। পরের দুই বছর নিজের রাজ্যের হয়ে কোনও প্রথম শ্রেণীর ম্যাচ খেলেননি। কিন্তু একটি মরশুম তাঁর কেরিয়ার বদলে দেয়। আগের বছর রঞ্জি ট্রফিতে দুরন্ত প্রত্যাবর্তন করেন। ৯ ম্যাচ থেকে ৪৯ উইকেট সংগ্রহ করেন। গড়। ছিল ১৩.০৮। নবির দাপটে প্রথম ইনিংসের শেষে ১৭৫ রানে এগিয়ে উত্তরাঞ্চল। তৃতীয় দিন রানের ব্যবধান আরও বাড়িয়ে সেমিফাইনালে জায়গা করে নিতে চাইবে তাঁরা।
প্রসঙ্গত, ২০২৫-২৬ মরশুমে ১৫ অক্টোবর থেকে শুরু হতে পারে রঞ্জি ট্রফি। দলীপ ট্রফি দিয়ে ঘরোয়া ক্রিকেটের মরশুম শুরু হয়। জোনাল ফরম্যাটে হবে এই টুর্নামেন্ট। বিসিসিআইয়ের ছেলে এবং মেয়েদের জুনিয়র টুর্নামেন্টগুলো ৯ অক্টোবর থেকে শুরু হতে পারে। গতবছর ১১ অক্টোবর থেকে রঞ্জি ট্রফি শুরু হয়েছিল। আগের বারের মতো এবারও দুই পর্বে হবে রঞ্জি ট্রফি। অক্টোবর এবং নভেম্বরে প্রথম পাঁচটা ম্যাচ হবে। তারপর ডিসেম্বরে সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্ট হবে। ৫০ ওভারের বিজয় হাজারে ট্রফি হবে জানুয়ারিতে। দ্বিতীয় পর্বের রঞ্জি ট্রফি, অর্থাৎ শেষ দুটো লিগ ম্যাচ এবং নকআউট পর্ব আবার জানুয়ারি মাসের শেষে শুরু হবে। গতবার থেকে এই ফরম্যাট চালু হয়েছে। এবারও সেটাই হবে। গতবছর ফাইনালে কেরলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বিদর্ভ।
