আজকাল ওয়েবডেস্ক: ভারত অধিনায়ক রোহিত শর্মার তীব্র সমালোচনা করলেন দেশের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান।
অধিনায়ক না হলে, এই ভারতীয় দলে জায়গাই হতো না হিটম্যানের। খুল্লমখুল্লা জানিয়েছেন দেশের প্রাক্তন বোলার। অস্ট্রেলিয়া সফরে এখনও পর্যন্ত রোহিত ৩১ রান করেছেন। তাঁর গড় মাত্র ৬.২০।
রোহিতের হতশ্রী ফর্মের জন্য তাঁর অবসর নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে পাঠান বলছেন, ''২০ হাজারের উপরে রান রয়েছে রোহিতের, তবুও যেভাবে ব্যর্থ হচ্ছে, তাতে মনে হচ্ছে ও ফর্ম হারিয়েছে। ও এখনও দলের ক্যাপ্টেন, তাই খেলছে। যদি ক্যাপ্টেন না হত, তাহলে এখন হয়তো দলেই সুযোগ পেত না। দল একদম তৈরি। কেএল রাহুল ওপেন করছে, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল রয়েছে। বাস্তব হল, যে ভাবে ব্যাট করতে নেমে ব্যর্থ হচ্ছে রোহিত শর্মা, তাতে এই একাদশে ওর জায়গা হওয়ারই কথা নয়।''
৩ জানুয়ারি সিডনিতে ভারত ও অস্ট্রেলিয়ার শেষ টেস্ট। পাঠান বলছেন, ''যেহেতু রোহিত ক্যাপ্টেন এবং পরবর্তী ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে হবে, তাই দলে থেকে যাবে রোহিত। ভারতের মাটিতেও রান করতে পারেনি, এখানেও রান পায়নি। রোহিত রান পাচ্ছে না, এটা অত্যন্ত হতাশাজনক। রোহিত ব্যাট হাতে নামলে ওর কাছ থেকে রান চাই, সে টেস্ট ক্রিকেট হোক বা ওয়ানডে। কিন্তু সেই রোহিতের ব্যাটেই রানের খরা।''
সিরিজে ভারত পিছিয়ে পড়েছে ২-১। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর সম্ভাবনাও কমছে। এই পরিস্থিতিতে রোহিতকে তীব্র সমালোচনা করেছেন পাঠান।
