আজকাল ওয়েবডেস্ক: চলতি আইপিএলে খারাপ সময় চলছে ঋষভ পন্থের। দেশের তারকা উইকেট কিপারের খারাপ সময়ে আরেক প্রাক্তন তারকা লখনউ ক্যাপ্টেনকে পরামর্শ দিলেন। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য বীরেন্দ্র সেহবাগের পরামর্শ, ফোন ওঠাও, ধোনিকে রোল মডেল মনে করলে ওকে ফোন করো। অনেক সময়ে মনের ভিতরে দ্বিধা দ্বন্দ্ব থাকে। সেটা বের করে দাও।'' 

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে পন্থ ১৭ বলে ১৮ রান করেন। ১০টি ইনিংসে তাঁর ঝুলিতে ১২৮ রান। ২০১৬-র পরে এটাই সবথেকে হতশ্রী আইপিএল পন্থের। তাঁকে ২৭ কোটির বিনিময়ে দলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। 

পন্থের উদ্দেশে 'নজফগড়ের নবাব'-এর পরামর্শ, ''নিজের ব্যাটিং দেখুক ভাল করে। আইপিএলে যে ম্যাচগুলোয় রান করেছে পন্থ, সেই ম্যাচগুলো ভাল করে দেখুক।'' 

ম্যাচগুলো দেখলে আত্মবিশ্বাস বাড়বে। কী ধরনের শট খেলেছো, ইনিংস তৈরি করেছো কীভাবে, সেগুলো ভাল করে দেখুক। আমরা দু'ধরনের ঋষভ পন্থকে দেখেছি। একটা চোটের আগে, অন্যটা চোটের পরে।'' 

বীরুর পারমর্শ কি শুনবেন পন্থ? ফোন কি করবেন ধোনিকে?