আজকাল ওয়েবডেস্ক: আইপিএল ছেড়ে হঠাৎই চলে গিয়েছিলেন। কেন চলে গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠছিল। দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদা নিজেই জানালেন, ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ায় তিনি সাময়িক ভাবে নির্বাসিত হয়েছিলেন। সেই কারণেই ফিরে গিয়েছিলেন দেশে। 

৩ এপ্রিল আইপিএল ছাড়েন রাবাদা। সেই সময়ে তাঁর ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স এক বিবৃতির মাধ্য়মে জানিয়েছিল, ব্যক্তিগত গুরুত্বপূর্ণ কারণেই রাবাদা দেশে চলে গিয়েছেন। তখন জানা ছিল না আসল কারণ। 

ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটের খবর অনুযায়ী, জানুয়ারিরি-ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০ চলাকালীন রাবাদা ড্রাগ নেন। 


 যে ড্রাগে অবশ্য পারফরম্যান্সে প্রভাব ফেলে না। আইপিএলে গুজরাটের হয়ে দু'টি ম্যাচ খেলেন রাবাদা, ২৯ মার্চ মুম্বইয়ের বিরুদ্ধে খেলে দেশে ফিরে যান তিনি।

দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরায় মনে করা হচ্ছে শীঘ্রই তিনি মাঠে নামবেন।