আজকাল ওয়েবডেস্ক: ব্যক্তিগত কারণের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামা হয়নি কাগিসো রাবাদার। তিনি না খেলায় আর্শাদ খানকে প্রথম একাদশে নেন গুজরাট টাইটান্স অধিনায়ক শুভমান গিল। আর্শাদ ফিরিয়ে দেন বিরাট কোহলিকে।
গুজরাট টাইটান্সের তরফ থেকে এদিন জানানো হয়, কাগিসো রাবাদা খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কারণে দেশে ফিরে গিয়েছেন। দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কবে আবার দেশ থেকে আইপিএলে ফিরবেন, তা অবশ্য জানায়নি গুজরাট টাইটান্স।
পাঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুটি ম্যাচ খেলেছেন রাবাদা। দুটো ম্যাচেই একটি করে উইকেট নেন প্রোটিয়া বোলার। রাবাদার অভাব অবশ্য অনুভূত হয়নি আরসিবি ম্যাচে। পববর্তী ম্যাচগুলোয় কী হবে, তা বলবে সময়।
জস বাটলার ঝড়ে উড়েই গেল আরসিবি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথমে ব্যাট করে তোলে ৮ উইকেটে ১৬৯ রান। রান তাড়া করতে নেমে গুজরাট টাইটান্স ১৭.৫ ওভারে ম্যাচ জিতে নেয়।
বাটলার ৩৯ বলে ৭৩ রানে অপরাজিত থেকে যান। এর আগে রাজস্থান রয়্যালস দলের হয়ে দীর্ঘদিন খেলেছেন বাটলার। এবারের মেগা নিলামের আগে রাজস্থান রয়্যালস স্থির করে বাটলারকে রিটেন করা হবে না। নিলামে গুজরাট টাইটান্স ১৫.৭৫ কোটির বিনিময়ে দলে নেয় বাটলারকে। আরসিবি-র বিরুদ্ধে ঝলসে উঠল ইংল্যান্ড তারকার ব্যাট। আর ক্রিকেটবিশ্ব জানে বাটলারের মতো তারকা একবার জ্বলে উঠলে তিনি তাঁর দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন। চিন্নাস্বামীতে সেটাই ঘটল বুধ-রাতে।
