আজকাল ওয়েবডেস্ক: ধোনি বনাম কোহলি ম্যাচ নিয়েই উত্তাল ছিল গোটা দেশ। সেই ম্যাচেই মেজাজ হারালেন বিরাট কোহলি। খেলার শেষে চেন্নাই সুপার কিংসের বোলার খলিল আহমেদকে ধাক্কা দিলেন ধোনির সামনেই। সব দেকে শুনে চুপ করে রইলেন ধোনি। 

আরসিবি-র ব্যাটিংয়ের সময়ের ঘটনা। খলিলের বিষাক্ত বাউন্সার কোহলিকে স্তম্ভিত করে দেয়। খলিল আরসিবি-র তারকা ব্যাটার বিরাটের সামনে এসে তাঁর দিকে তীক্ষ্ণ দৃষ্টি হানেন। বিষয়টা ভাল ভাবে নেননি কোহলি। তখনকার মতো কিছু না বললেও, খেলার শেষে দু'দলের তারকারা যখন হাত মেলাচ্ছিলেন, সেই সময়ে কোহলি চেন্নাইয়ের বোলার খলিল আহমেদকে ধাক্কা মেরে বসেন। কোহলির পিছনেই ছিলেন ধোনি। তাঁর সামনে ঘটলেও ধোনি কিছু বলেননি। 

 

?ref_src=twsrc%5Etfw">March 29, 2025

বিরাটের রাগ তাতেও কমেনি। রবীন্দ্র জাদেজার সঙ্গে হাল্কা মেজাজে কথা বলছিলেন কোহলি। এমন সময়ে বিরাট দেখেন এগিয়ে আসছেন খলিল। সঙ্গে সঙ্গেই কোহলির মেজাজ গরম হয়ে যায়। খলিলকে কিছু বলতে দেখা যায় কোহলিকে। আঙুল তুলে শাঁসাচ্ছিলেন বিরাট।  সিএসকে বোলার কিছু বোঝানোর চেষ্টা করেন বিরাটকে। হাতের ইশারায় বোঝা যায় খলিল সেই বাউন্সার নিয়েই নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করছেন। কোহলি কিছুতেই বুঝতে চাননি। তিনি তর্ক চালিয়ে যান। খলিলকে ভর্ৎসনা করে চলেন। পরে অবশ্য কোহলি কিছুটা শান্ত হলে সিএসকে বোলারের সঙ্গে হাত মেলান। কিন্তু ক্যামেরায় সব ধরা পড়ে। অস্বস্তি বাড়ে কোহলির। 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram