আজকাল ওয়েবডেস্ক: নতুন দলের দায়িত্ব নিয়েই জয় দিয়ে শুরু করলেন আইপিএল জয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ার। বিধ্বংসী ৯৭ রানে অপরাজিত থেকে যান শ্রেয়স। তিন রানের জন্য সেঞ্চুরি পাননি।
ইনিংসের শেষ ওভারে শশাঙ্ক সিং পাঁচ-পাঁচটি বাউন্ডারি মারেন মহম্মদ সিরাজকে। তার ফলে শ্রেয়স আইয়ার ব্যাট করার সুযোগ পাননি। ৪২ বলে ৯৭ রানেই তিনি অপরাজিত থেকে যান। কিন্তু তিনি এতটাই আত্মবিশ্বাসী যে ধীর স্থির শ্রেয়স আইয়ার বলে দেন, ''পরের ম্যাচে আমি সেঞ্চুরি পাব।''
শেষ ওভার শুরুর আগে শ্রেয়স কী বলেছিলেন, তা জানান শশাঙ্ক, ''প্রথম বলেই শ্রেয়স আমাকে বলেছিল, আমার সেঞ্চুরির কথা ভেবো না। শুধু তোমার শট খেলো, ভালভাবে শেষ করো।''
শ্রেয়স আইয়ার ও শশাঙ্কের পার্টনারশিপে পাঞ্জাব করে ৫ উইকেটে ২৪৩ রান। গুজরাট মরিয়া চেষ্টা করেও পৌঁছতে পারেনি লক্ষ্যমাত্রায়। ২৩২ রানে থেমে যেতে হয়।
১ এপ্রিল লখনউ সুপার জায়ান্টস ও পাঞ্জাব কিংসের ম্যাচ। সেই ম্যাচে ফের দেখা যেতে পারে শ্রেয়স ঝড়। গুজরাটের বিরুদ্ধে শতরান না পাওয়ায় তিনি পরের ম্যাচে সেঞ্চুরি করতে মুখিয়ে রয়েছেন।
লখনউ প্রথম ম্যাচ হেরে গিয়েছে। পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াতে মুখিয়ে তাকবে তারা। শ্রেয়স-পন্থের লড়াই দেখার মতোই হবে বলে মনে করছেন ক্রিকেটভক্তরা। রিকি পন্টিং-শ্রেয়স আইয়ার জুটিতে খোল-নলচে বদলে গিয়েছে পাঞ্জাবের। আগাগোড়াই আগ্রাসন। আইপিএলের প্রাপ্তবয়স্ক হওয়ার বছরে পুনর্জন্ম পাঞ্জাবের।
কেকেআরকে আইপিএল চ্যাম্পিয়ন করা সত্ত্বেও রাখা হয়নি শ্রেয়স আইয়ারকে। কেকেআর যে ভুল করেছে, তা প্রমাণ করার তাগিদ রয়েছে শ্রেয়স আইয়ারের। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ফেরার পরেও বলেছিলেন, কেকেআর তাঁর সঙ্গে ঠিক কাজ করেনি। এর জন্য প্রস্তুত ছিলেন না তিনি। সেই শ্রেয়স আইয়ারের ব্যাট যে এবার চলবে, তার ইঙ্গিত পাওয়া গেল প্রথম ম্যাচেই।
