আজকাল ওয়েবডেস্ক: বিধ্বংসী নিকোলাস পুরান। ছক্কা ছাড়া দ্বিতীয় কিছু আর বেরোয় না তাঁর ব্যাট থেকে। পুরান জ্বলে ওঠায় লখনউ সুপার জায়ান্টস ৩ বল বাকি থাকতে ৬ উইকেটে হারাল গুজরাট টাইটান্সকে। 

গুজরাট টাইটান্সের বিরুদ্ধে পুরান ছক্কা হাঁকিয়েছেন ৭টি।  ২৩ বলে করেন পঞ্চাশ। পুরান ঝড়েই গুজরাট টাইটান্সের ১৮০ রান খব সহজেই টপকে যায় লখনউ। লখনউ সুপার জায়ান্টসের এটি চতুর্থ জয়।

এদিনের পরে পুরানের ছক্কা এখন ৩১টি। ১৫টি ছক্কা হাঁকিয়ে দ্বিতীয় স্থানে মিচেল মার্শ। 

লখনউয়ে এদিন পুরানের সঙ্গে ঝড় তোলেন ওপেনার  মার্করামও। ৩১ বলে ৫৮ রান করেন তিনি। এই দু'জনের ঝড়ে এবং আয়ুশ বাদোনির ২০ বলে ২৮ রানে সহজে জেতে লখনউ। 

গুজরাটের দুই ওপেনার সাই সুদর্শন ও শুভমান গিল ভাল শুরু করেন গুজরাট টাইটান্সের হয়ে। সুর্দশন করেন ৫৬ রান। শুভমান গিল করেন ৬০। বাকিরা সেভাবে জ্বলে উঠতে আর পারলেন কোথায়! 

গুজরাট টাইটান্স করে ৬ উইকেটে ১৮০ রান। রান তাড়া করতে নেমে ১৯.৩ ওভারেই ম্যাচ জিতে যায় লখনউ। পুরান ছক্কার বৃষ্টি নামালেও ম্যাচের সেরা হন মার্করাম।