আজকাল ওয়েবডেস্ক: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৫১ বলে ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন লোকেশ রাহুল। তাঁর স্ট্রাইক রেট ছিল দেড়শোর বেশি।
খেলার শেষে লোকেশ রাহুল বললেন, তিনি এখন ক্রিকেট উপভোগ করছেন। একসময়ে চার-ছক্কা মারার আনন্দটাই হারিয়ে ফেলেছিলেন। সেই লোকেশ রাহুল ফিরে পেয়েছেন তাঁর পুরনো ছন্দ। সেই কথাই জানিয়েছেন চেন্নাই সুপার কিংস ম্যাচের পরে। রাহুল বলছেন, ''এখন আর অত শত ভাবছি না। বল দেখছি আর মারার চেষ্টা করছি। বোলারের উপরে চাপ বাড়ানোর চেষ্টা করছি। বাউন্ডারি মারার আনন্দ উপভোগ করছি।''
গত বারের আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কার ধমক শুনেছিলেন তিনি মাঠের ভিতরে। তা নিয়ে কম জল ঘোলা হয়নি। জার্সির রং এবার বদলেছেন লোকেশ রাহুল। তার ফলও পাচ্ছেন তিনি। রাহুল বলছেন, ''গত বছর সাদা বলে আমার খেলা নিয়ে খুব খেটেছি। এর জন্য অভিষেক নায়ারকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভারতীয় দলে আসার পর থেকে ওর সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছি। নিজের খেলায় উন্নতি ঘটানোর চেষ্টা করেছি।''
জাতীয় দলে প্রত্যাবর্তনের পর থেকে বদলে গিয়েছে রাহুলের খেলা। তিনি বলছেন, ''আমরা দীর্ঘ সময় একসঙ্গে কাটিয়েছি। আমার সাদা বলের খেলা নিয়ে আলোচনা করেছি। কীভাবে আরও উন্নতি করা যায়, তা নিয়ে কথাবার্তা বলেছি। ঘণ্টার পর ঘণ্টা ধরে মুম্বইয়ে অনুশীলন করে গিয়েছি। এখন আমি সাদা বলে খেলার প্রতি উৎসাহ ফিরে পেয়েছি।''
