আজকাল ওয়েবডেস্ক: আরও একটি রুদ্ধশ্বাস ম্যাচ। শেষ ওভার পর্যন্ত টানটান উত্তেজনা। কিন্তু দিল্লি ক্যাপিটালস হতে পারল না গুজরাট টাইটান্স। মঙ্গলবার পাঞ্জাব কিংসের কাছে ১১ রানে হার শুভমন গিলের দলের। ঘরের মাঠে হার দিয়ে শুরু গুজরাটের। আপ্রাণ চেষ্টা করেও দলকে জেতাতে পারলেন না সাই সুদর্শন, জস বাটলাররা। নতুন দলের দায়িত্ব নিয়েই জয় দিয়ে শুরু করলেন আইপিএল জয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ার। প্রথমে ব্যাট করে ৫ উইকেটের বিনিময়ে ২৪৩ রান করে পাঞ্জাব কিংস। বিধ্বংসী ৯৭ রানে অপরাজিত শ্রেয়স। রিকি পন্টিং-শ্রেয়স আইয়ার জুটিতে খোল-নলচে বদলে গিয়েছে পাঞ্জাবের। আগাগোড়াই আগ্রাসন। আইপিএলের প্রাপ্তবয়স্ক হওয়ার বছরে পুনর্জন্ম পাঞ্জাবের।
সেই ম্যাচেই গুজরাট অধিনায়ক শুভমান গিলের সিদ্ধান্ত অবাক করে দেয় সবাইকে। প্রথম একাদশে গিল রাখেননি ওয়াশিংটন সুন্দরকে। তাঁর অলরাউন্ড দক্ষতা দলের কাজে লাগে। অথচ তাঁকেই ডাগ আউটে রেখে দল সাজান শুভমান গিল।
How Sundar sneaks into the best 15 of India but doesn't get a place in any IPL XI when 10 teams exist is a mystery
— Pushkar (@Musafirr_hu_yar)Tweet by @Musafirr_hu_yar
গিলের এই সিদ্ধান্ত নিয়ে চর্চা হয় সোশ্যাল মিডিয়ায়। ওয়াশিংটন সুন্দর কেন প্রথম একাদশে জায়গা পেলেন না তা দেখে হতবাক এক ক্রিকেটভক্ত লেখেন, ''যে সুন্দর ভারতের সেরা ১৫ দলে ঢুকতে পারে, সে আইপিএলের প্রথম একাদশে ঢুকতে পারে না? দশ দলের টুর্নামেন্ট অথচ প্রথম একাদশে না থাকা রহস্যের।''
সোশ্যাল মিডিয়ায় যে ব্যক্তি এই মন্তব্য করেছিলেন, তাঁর নাম পুষ্কর। এই প্রশ্নের উত্তর দেন আরেক সুন্দর। তিনি গুগলের সিইও সুন্দর পিচাই। সেই ভক্তের পোস্টের জবাবে লিখলেন, ''আমিও অবাক হয়ে যাচ্ছি।''
তাঁর পোস্টে জবাব দিয়েছেন গুগলের সিইও, এই দেখে পুষ্কর চাকরি চেয়ে বসলেন সুন্দর পিচাইয়ের কাছ থেকে। লিখলেন, ''স্যর গুগলে আমাকে একটা চাকরি দিন।''
সুন্দর পিচাই আর কোনও জবাব অবশ্য দেননি।
I have been wondering this too:)
— Sundar Pichai (@sundarpichai)Tweet by @sundarpichai
