আজকাল ওয়েবডেস্ক: তিনি ভারতীয় ক্রিকেটের ব্যাড বয়। ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব না দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে হয়েছিল তাঁকে। সেই ঈশান কিষান আইপিএলে সেঞ্চুরি করে ফেললেন। মাত্র ৪৭ বলে ১০৬ রানে অপরাজিত থেকে যান ঈশান কিষান। 

দিনান্তে সানরাইজার্স ৪৪ রানে ম্যাচ জেতে। তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছনোর পরে উদযাপনে মেতে ওঠেন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন বলছেন, ঈশান কিষানের উন্মত্ত উদযাপনের লক্ষ্য ছিল ভারতের নির্বাচকরা, রোহিত শর্মা। 

ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটকে ভন বলেছেন, ''সেঞ্চুরির পরে কিষানের উদযাপনের লক্ষ্য ছিল মুম্বই। হতে পারে  নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান, হতে পারে রোহিত শর্মা, গোটা ভারত, সেই সঙ্গে বিশ্বকেও দেখিয়ে দিতে পারে দেখো আমি এখনও পারি।'' 

 

সানরাইজার্স হায়দরাবাদের তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, 'ঈশানের কাছ থেকে এরকম আরও ইনিংস দেখতে পাব আমরা।'

?ref_src=twsrc%5Etfw">March 24, 2025