আজকাল ওয়েবডেস্ক:‌ মেসি ছন্দে ফিরতেই জয়ে ফিরল তাঁর দল ইন্টার মায়ামি। মঙ্গলবার রাতে তিনি গোল করলেন। আবার করালেনও। সিয়াটল সাউন্ডার্সকে ৩–১ গোলে হারিয়ে দিল ইন্টার মায়ামি। লিগ কাপে দু’সপ্তাহ আগে এই সিয়াটলের কাছেই হেরেছিল ইন্টার মায়ামি। সেই হারের বদলা নিলেন লিওনেল মেসিরা।
ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল ইন্টার মায়ামি। ১২ মিনিটে মেসির পাস থেকে গোল করেন জর্ডি আলবা। ২৮ মিনিটে মেসি নিজেই অবশ্য গোল করতে পারতেন। বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর শট পোস্টে লেগে ফেরে। ৪১ মিনিটে মেসিকে দিয়ে গোল করান আলবা। মায়ামি ২–০ এগিয়ে যায়। এর পর রদ্রিগো দি পলের কর্নার থেকে গোল করেন ইয়ান ফ্রে। ৬৯ মিনিটে সিয়াটলের হয়ে একটি গোল শোধ করেন ওবেদ ভার্গাস।

 

আরও পড়ুন:‌ টানা তিনটি অলিম্পিকে জিতেছিলেন ১০০ মিটারে সোনা, সেই বোল্টই এখন সিঁড়ি ভাঙতে পারছেন না!‌


লুই সুয়ারেজ তিন ম্যাচ নির্বাসিত থাকায় তাঁকে এই ম্যাচেও পাওয়া যায়নি। তবে জিততে খুব একটা অসুবিধা হয়নি ইন্টার মায়ামির। মেসি আরও একটি গোল করতে পারতেন। সিয়াটলের গোলকিপার তাঁর শট বাঁচিয়ে দেন।

 

আরও পড়ুন:‌ জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু রিয়ালের, টানটান উত্তেজনা থাকল জুভেন্টাস–বরুসিয়া ম্যাচে ...


এদিকে, মেসিকে গোলের পাস দেওয়া নিয়ে আলবা জানিয়েছেন, ‘‌আমি সব সময় ওকে পাস দেওয়ার চেষ্টা করি। অন্যটাও একই রকম। মেসিও আমাকে পাস দিতে চায়। আমরা একসঙ্গে অনেক গোলের সুযোগ তৈরি করেছি এবং গোল করেছি। আশা করি কেরিয়ারের শেষ দিন পর্যন্ত সেটাই করে যাব।’‌

 

আরও পড়ুন:‌ এশিয়া কাপ বয়কট করলে বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়ত পাকিস্তান, টাকার অঙ্ক শুনলে মাথা ঘুরে যাবে ...


মেসির ছোটবেলার ক্লাব নিউওয়েলস ওল্ড বয়ে‌জ থেকে ইন্টার মায়ামিতে সই করেছেন মাতেও সিলভেত্তি। তাঁর অভিষেক হল মঙ্গলবার রাতেই। আগামী শনিবার ডিসি ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে ইন্টার মায়ামি।


‌‌