আজকাল ওয়েবডেস্ক: কেবলমাত্র ড্র করলেই ক্লাব বিশ্বকাপের নক আউট পর্বে পৌঁছে যাবে লিও মেসির ইন্টার মায়ামি। 

ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামির প্রতিপক্ষ ব্রাজিলের ক্লাব পালমেইরাস। তাদের ডিফেন্ডার মুরিলো সেরকুয়েরা মাঠে নামার আগে মেসিকে কটাক্ষ করলেন। ব্রাজিলের ক্লাবের ডিফেন্ডার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত। 

হার্ড রক স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্টার মায়ামি ও পালমেইরাস মুখোমুখি হচ্ছে। পর্তুগালের ক্লাব পোর্তোর বিরুদ্ধে মেসির বাঁক খাওয়ানো ফ্রি কিকে জেতে ইন্টার মায়ামি। 

ব্রাজিলের ক্লাবের বিরুদ্ধে মেসি কিন্তু সহজে জমি পাবেন না। তাঁকে কড়া মার্কিংয়ে রাখা হবে। ব্রাজিলের ক্লাব পালমেইরাসের সেন্টার ব্যাক মুরিলো কি খেলার শেষে মেসির সঙ্গে জার্সি বদল করবেন? ব্রাজিলের ক্লাবের ডিফেন্ডার বলেন, ''আমি এর মধ্যে জড়়াতে চাই না। অনেকেই এই ব্যাপারে জানতে চেয়েছে। আমি কেবল মেসিকে মার্কিং করার ব্যাপারে ফোকাস করছি।'' 

মুরিলো কি মেসি-ভক্ত? দ্বিধাহীন ভাবে পালমেইরাসের ডিফেন্ডার বলছেন, ''আমি রোনাল্ডোর দিকে। সম্পূর্ণ একজন ফুটবলার বলতে যা বোঝায়, রোনাল্ডো ঠিক তাই। ওর শৃঙ্খলা আমাকে মুগ্ধ করে। আমি ওকে খুব পছন্দ করি।'' 

ইন্টারের জালে বল জড়ালে কি তিনি রোনাল্ডোর মতো সিউউ সেলিব্রেশন করবেন? মুরিলোর জবাব, ''অবশ্যই করবো।'' হেসে ফেলেন মুরিলো। সেই হাসির যে অনেক অর্থ হয়।