আজকাল ওয়েবডেস্ক: অনুশীলনে বারবার বাঁ পা ধরে বসে পড়ছিলেন। আশঙ্কা হয়েছিল ক্লাব বিশ্বকাপের পরবর্তী ম্যাচে ইন্টার মায়ামি বুঝি পাবে না মেসিকে।
পর্তুগালের ক্লাব পোর্তোর বিরুদ্ধে পরবর্তী ম্যাচ ইন্টার মায়ামির। সেই ম্যাচের আগে মেসিদের কোচ হ্যাভিয়া মাসচেরানো ভক্তদের আশ্বস্ত করে বলছেন, লিও মেসি খেলবেন দ্বিতীয় ম্যাচে।
আল আহলির বিরুদ্ধে ড্র করে ক্লাব বিশ্বকাপে অভিযান শুরু করেছে ইন্টার মায়ামি। পোর্তোর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ মেসিদের। সেই ম্যাচে মেসিকে না পেলে চিন্তা বাড়ত ম্যাসচেরানোর। কিন্তু আর্জেন্তিনার প্রাক্তন ফুটবলার এখন মেসিদের কোচ। তিনি বলছেন, ''মায়ামি থেকে আটলান্টা যাওয়ার পথে আমিও দেখেছি ভিডিওটা। কিন্তু লিও পুরোদস্তুর ফিট। ও ট্রেনিং করেছে। পুরো সেশনই মাঠে ছিল।''
কিন্তু অনুশীলন চলাকালীন যে মেসি পা ধরে বসে পড়ছিলেন! ম্যাসচেরানোর জবাব, ''মেসি ওর পা ধরে বসে পড়ছিল। কখনও কখনও মানুষ পা ধরে বসে পড়ে ঠিকই। কিন্তু কোনও সমস্যা নেই। ও খেলবে পোর্তোর বিরুদ্ধে।''
চোটের জন্য আল আহলির বিরুদ্ধে প্রথম ম্যাচে নামতে পারেননি মেসির প্রাক্তন সতীর্থ জর্ডি আলবা। কিন্তু পোর্তোর বিরুদ্ধে তাঁর খেলতে কোনও সমস্যা নেই।
