আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মা টেস্ট ফরম্যাট থেকে অবসর গ্রহণ করায় শুভমান গিলকে টেস্টের সম্ভাব্য অধিনায়ক হিসেবে মনে করা হচ্ছে। কিন্তু ভারতের প্রাক্তন কোচ অনিল কুম্বলে মনে করেন যশপ্রীত বুমরাহই দলকে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে সেরা ব্যক্তি। 

আইপিএলের পরেই ভারতের ইংল্যান্ড সফর। সেই সফরে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন কে, এই নিয়ে চলছে চর্চা। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক সূত্রের খবর অনুযায়ী, নির্বাচকদের ভোট গিলের দিকে।  কিন্তু কুম্বলে বলছেন, ''বুমরাহ সহজাত নেতা। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত প্রথম টেস্টে রোহিতের অনুপস্থিতিতে বুমরাহই দলকে নেতৃত্ব দিয়েছিল। আমার মতে বুমরাহই পরবর্তী অধিনায়ক।'' 

বুধবার  ইনস্টাগ্রামে রোহিত লেখেন,  ''টেস্ট ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি। সাদা পোশাকে দেশকে প্রতিনিধিত্ব করার সম্মান অর্জন করেছি। আপনাদের সবার ভালবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। ওয়ানডে ফরম্যাটে আমি দেশের হয়ে প্রতিনিধিত্ব করব।'' 

রোহিত হয়তো অনেক আগেই নিজের ভাগ্যলিখন পড়ে ফেলেছিলেন। বুঝতে পেরে গিয়েছিলেন, তাঁর কথা নির্বাচকরা আর ভাবছেন না। ইংল্যান্ড সফরে নতুন অধিনায়ক টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন, তা একপ্রকার স্থির করে ফেলা হয়েছিল। সব দেখে শুনেই হয়তো রোহিত নিজের টেস্ট কেরিয়ারকে থামিয়ে দিলেন।