আজকাল ওয়েবডেস্ক: দলের সবচেয়ে দামি ক্রিকেটার। সেই বেঙ্কটেশ আইয়ার এবার কেকেআরের অধিনায়ক হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন। যদিও তিনি অধিনায়কের দৌড়ে আছেন প্রবলভাবেই। আর কেকেআর এখনও নতুন অধিনায়কের নাম ঘোষণা করেনি।
ভারতীয় দলের হয়ে লিমিটেড ওভারের ম্যাচ ইতিমধ্যেই খেলে ফেলেছেন আইয়ার। ঘরোয়া ক্রিকেট খেলেন মধ্যপ্রদেশের হয়ে। এবারের নিলামে কেকেআর সবচেয়ে বেশি টাকায় কিনেছে আইয়ারকে।
ইতিমধ্যেই আইপিএল শুরুর দিন ঘোষণা হয়ে গিয়েছে। ২২ মার্চ গতবারের চ্যাম্পিয়ন কেকেআর প্রথম ম্যাচ খেলবে ইডেনে আরসিবির বিরুদ্ধে। হয়ত খুব শীঘ্রই অধিনায়কের নাম ঘোষণা করা হবে।
অজিঙ্কা রাহানের নামও রয়েছে অধিনায়কের তালিকায়। তবে পাল্লা ভারি আইয়ারের। তাঁকে রেকর্ড ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনেছিল শাহরুখ খানের দল।
এর আগেও কলকাতায় খেলেছেন আইয়ার। তিনি বলেছেন, ‘সুযোগ পেলে দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত।’ তাঁর কথায়, ‘অবশ্যই আমি প্রস্তুত। আগেও বলেছি অধিনায়কত্ব একটা তকমা মাত্র। আমি নেতৃত্বে বিশ্বাসী। যা একটা বড় ভূমিকা।’
আইয়ারের কথায়, ‘মধ্যপ্রদেশের হয়ে এই কাজটাই করে আসছি। আমি দলের অধিনায়ক না হলেও আমার কথা গুরুত্ব দিয়ে শোনা হয়। কাকে কত টাকায় কেনা হল সেটা বড় নয়। দলে স্বাধীনতা থাকাটাই আসল ব্যাপার। আর অধিনায়ক হলে সেই কাজটাই করে যাব।’
