আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ড সিরিজ প্রতিষ্ঠা দিয়েছে বাংলার পেসার আকাশদীপকে। এজবাস্টন টেস্টের দুই ইনিংসে দশ উইকেট নিয়েছিলেন। ওভাল টেস্টে অর্ধশতরান করেছিলেন। দেশে ফেরার পর রাজকীয় সংবর্ধনা পেয়েছেন। সম্প্রতি দামি গাড়ি কিনেছেন। একেবারে প্রচারের আলোয় রয়েছেন টিম ইন্ডিয়ার এই পেসার।
 
 তবে এটা ঘটনা, ভারতের ইংল্যান্ড সফরের আগে আচমকা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। তাঁকে ছাড়াই খেলতে গিয়ে ২–২ সিরিজ ড্র করেছে ভারত। কোহলি থাকলে কি সিরিজ জিততে পারত টিম ইন্ডিয়া? তাঁর অভাব কি টের পেয়েছেন আকাশদীপ? বাংলার পেসার হাবেভাবে বুঝিয়ে দিলেন, তিনি কোহলির অভাব টের পাননি। তিনি ভবিষ্যতের দিকেই তাকাতে চান।
 
 এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আকাশদীপ বলেছেন, ক্রিকেটে এক জনের পক্ষে জেতানো সম্ভব নয়। সকলকে ভাল খেলতে হয়। তাই আলাদা করে এক জনের কথা তিনি ভাবেন না তিনি। আকাশদীপ বলেছেন, ‘দেখুন, এটা দলগত খেলা। এক দিন তো আমিও এর অংশ থাকব না। আমার পরে অন্য কেউ আসবে। কিন্তু দলের পরিবেশ এক থাকবে। ক্রিকেট ১১ জনের খেলা। এক জনের নয়। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ কোনওভাবেই কোহলির অভাব তা হলে টের পাননি আকাশদীপ? পেসারের কথায়, ‘কোহলি ভাই কত বড় ক্রিকেটার তা সকলেই জানে। ভারতীয় দলকে ও নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। ওর সময়ে ভারতীয় দলের যে বিবর্তন হয়েছে তা সকলে দেখেছে। এখন শুভমনের সময়। অধিনায়ক হিসেবে ওর প্রথম সিরিজেই ও নজর কেড়েছে। সকলে ভাল খেলেছে। সেটাই সবচেয়ে বড় কথা। অন্য কিছু আমি ভাবতে চাই না।’ 
আরও পড়ুন: বিরল প্রতিভা বৈভব, তাঁকে আগলে রাখতে কী কাজ করল বিসিসিআই জানুন ...
 
 আকাশদীপের কথায় এটা অন্তত স্পষ্ট যে ব্যক্তির থেকে আগে দলকে রাখতে চান তিনি। তাঁর মতে, প্রত্যেকের নির্দিষ্ট সময় থাকে। এক জন চলে গেলে সেই জায়গায় অন্য কেউ আসেন। কিন্তু প্রত্যেকেই দলকে জেতানোর চেষ্টা করেন। ভাল খেলার চেষ্টা করেন। ব্যক্তিগত সাফল্যের থেকে দলগত সাফল্যকেই বেশি গুরুত্ব দিতে চান তিনি।
 
 তবে আকাশদীপের থেকে ভিন্ন মত ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন নির্বাচক প্রধান দিলীপ বেঙ্গসরকারের। তিনি কোহলিকে ইংল্যান্ডে দেখতে চেয়েছিলেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বেঙ্গসরকার বলেন, ‘যদি আমি নির্বাচক প্রধান হতাম, তা হলে ইংল্যান্ড সিরিজ খেলার পর কোহলিকে অবসর নিতে বলতাম। এই সিরিজে ওর ব্যাটিং ও অভিজ্ঞতার প্রয়োজন ছিল।’ 
আরও পড়ুন: এশিয়া কাপের আগে বিরাট বিপাকে রিঙ্কু, আটক স্ত্রী
 
 ইংল্যান্ডে পাঁচটার মধ্যে তিনটে টেস্ট খেলেছেন আকাশদীপ। তিন টেস্টে ১৩ উইকেট নিয়েছেন তিনি। তার মধ্যে এজবাস্টনে দ্বিতীয় টেস্টেই নিয়েছেন ১০ উইকেট। তাঁর দাপটে এসজবাস্টনে প্রথম বার জিতেছে ভারত। ওভালে জয়েও ভূমিকা রয়েছে বাংলার পেসারের। ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে ৬৬ রান করেছেন তিনি। অর্থাৎ, দুটো জয়েই অবদান রয়েছে আকাশদীপের। দেশে ফিরে এ বার সামনে দলীপ ট্রফি। তার আগে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। কিনে ফেলেছেন গাড়িও। 
