আজকাল ওয়েবডেস্ক: দৃষ্টিহীন মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিল ভারত। একটি ম্যাচও না হেরে ট্রফি হাতে তুলে নিলেন ভারতের মেয়েরা।
কলম্বোয় নেপালকে সাত উইকেটে হারিয়ে ছয় দলের প্রতিযোগিতায় জয় হাসিল করে নিল ভারতীয় দল।
ভারত আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ২০ ওভারের খেলায় নেপালকে ১১৪ রানে আটকে রাখে। গোটা ইনিংসে নেপাল কেবল একটি মাত্র বাউন্ডারি হাঁকাতে সক্ষম হয়। নেপালের ব্যাটারদের মধ্যে সরিতা ৩৮ বলে ৩৫ রান করেন। এটাই সর্বোচ্চ। ভারতীয় বোলাররা রান করার মতো জায়গাই দেয়নি নেপালকে। রান তোলার গতি কখনওই বাড়াতে পারেনি নেপাল।
রান তাড়া করতে নেমে ভারতের মেয়েরা ১২.১ ওভারে ম্যাচ জিতে নেয়। তিন উইকেট হারিয়ে ভারত করে ১১৭ রান। ফুলা সারেন ২৭ বলে ৪৪ রান করেন। চারটি বাউন্ডারিতে সাজানো ছিল তাঁর ইনিংস।
চ্যাম্পিয়ন হওয়ার পথে ভারত গ্রুপ পর্বে হারিয়েছে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নেপাল, মার্কিন যুক্তরাষ্ট্র ও পাকিস্তানকে। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ন' উইকেটে হারিয়েছে। নেপাল আবার শেষ চারের লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে।
ভারত ও শ্রীলঙ্কা এই বিশ্বকাপ যুগ্মভাবে আয়োজন করেছিল। ১১ নভেম্বর থেকে শুরু হয়েছিল টুর্নামেন্ট।
ফাইনালের আগে জেমিমা ইনস্টাগ্রামে দৃষ্টিহীন মহিলা ক্রিকেটারদের উৎসাহ দিয়ে লিখেছিলেন, ''এক বছরে দুটো ট্রফি আনো মেয়েরা।'' সেটাই করে দেখালেন ভারতের মেয়েরা। নবি মুম্বইয়ের রাত ফিরল কলম্বোয়।
