আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে ২০২৫-২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করছে ভারত। 

প্রথমে নিউ জিল্যান্ড, পরে বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত হওয়ার পরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ছাড়পত্র জোগাড় করতে পারেননি রোহিত শর্মারা। 

ভারতের আসন্ন ইংল্যান্ড সফর একাধিক দিক থেকে গুরুত্বপূর্ণ। কেবল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রেক্ষিতেই তা গুরুত্বপূর্ণ এমন নয়, বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারের টেস্ট ভবিষ্যৎও নির্ভর করছে।  

বর্ডার-গাভাসকর ট্রফির পর থেকেই বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজাকে নিয়ে জোর চর্চা চলছে। প্রবল চাপে রয়েছেন তাঁরা। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে খারাপ পারফরম্যান্স তাঁদের বর্ণময় ক্রিকেট কেরিয়ারে ইতি টানতে পারে। 

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের আগে ভারত কাউন্টি দলের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচ খেলবে বলে খবর ছিল। তাছাড়া আরও একটি ম্যাচ রোহিতরা খেলবেন ইন্ডিয়া এ দলের বিরুদ্ধে। 

বেকেনহ্যামে ভারতের সিনিয়র ও এ দলের ম্যাচটা হবে ক্লোজড ডোর। এই ম্যাচটা দেখানো হতে পারে। তবে ভারতীয় ক্রিকেটাররা চান না তাঁদের প্রস্তুতি দেখানো হোক। 

২০ জুন থেকে হেডিংলিতে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টের বল গড়াচ্ছে। তার আগে একটাই গা ঘামানোর ম্যাচ পাচ্ছে ভারত। 

২০০৭ সালের পর থেকে ইংল্যান্ডে কোনও সিরিজ জেতেনি ভারত। ২০২১-২২ মরশুমের সিরিজে জয়ের পরিস্থিতি তৈরি করেও ভারত জিততে পারেনি। একসময়ে ২-১-এ এগিয়েছিল সিরিজ। পরে হেরে যাওয়ায় সিরিজের ফলাফল হয় ২-২। এবার কী হবে, তার উত্তর দেবে সময়।