আজকাল ওয়েবডেস্ক:‌ ভারত–বাংলাদেশ সিরিজ আপাতত স্থগিত। জানিয়ে দিয়েছে বিসিসিআই। আগস্টের মাঝামাঝি এই সিরিজ হওয়ার কথা ছিল। যেখানে তিনটি ওয়ানডে ও দুটি টি২০ খেলার কথা ছিল টিম ইন্ডিয়ার। কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির জন্য বোর্ড দল পাঠাতে চায়নি। যা আপাতত স্থগিত। তবে বোর্ড চেষ্টা করছে ওই সময়েই শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ করার।


এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের মধ্যে সিরিজ নিয়ে কথা চলছে। এদিকে, লঙ্কা প্রিমিয়ার লিগ হওয়ার কথা জুলাই–আগস্টে। কিন্তু সেই টুর্নামেন্টই দেরিতে শুরু হবে বলে শোনা যাচ্ছে। আর তাই ভারত–শ্রীলঙ্কা সিরিজ করা যায় কিনা সেই চেষ্টা চলছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘‌ভারত–বাংলাদেশ সিরিজ স্থগিত হয়ে যাওয়ায় আগস্টের মাঝামাঝি ভারত–শ্রীলঙ্কা সীমিত ওভারের সিরিজ করার চেষ্টা চলছে। লঙ্কা প্রিমিয়ার লিগও স্থগিত হয়ে গেছে। যা হওয়ার কথা ছিল জুলাই–আগস্টে। তাই ওই সময় ভারত–শ্রীলঙ্কা সিরিজ করা যায় কিনা সেই চেষ্টা চলছে।’‌ 


এখনও চূড়ান্ত না হলেও শোনা যাচ্ছে ওই সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি২০ খেলা হতে পারে। এদিকে, আগস্টের শেষে শ্রীলঙ্কা যাবে জিম্বাবোয়ে সফরে। তাই তার আগে সিরিজটা করা হতে পারে। তবে চূড়ান্ত হয়নি এখনও। 
এর আগে ভারত শেষবার শ্রীলঙ্কা সফরে গিয়েছিল ২০২৩ সালে।