আজকাল ওয়েবডেস্ক: একশো বছরের ঐতিহ্য ভাঙতে চলেছে। টেস্ট ক্রিকেটে দেখা যাবে নতুন এক অধ্যায়। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে গুয়াহাটিতে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে লাঞ্চের আগেই হবে চা বিরতি।  টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটতে চলেছে।

আগামী ২২ নভেম্বর বর্ষাপাড়া স্টেডিয়ামে শুরু হবে দু' ম্যাচের টেস্ট সিরিজ। দেশের পূর্ব প্রান্তে সূর্যোদয় ও সূর্যাস্ত আগে হয়। সেই কারণেই এই পরিবর্তন আনছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। 

আরও পড়ুন: ২০১৮ সাল থেকে রয়েছেন এই ফ্র্যাঞ্চাইজিতে, কলকাতা নাইট রাইডার্সের নতুন হেড কোচ অভিষেক নায়ার...

স্থানীয় সময় সকাল ৯টায় শুরু হবে খেলা। চা বিরতি সকাল ১১টা থেকে ২০ মিনিট পর্যন্ত চলবে। এরপর দু' ঘণ্টার দ্বিতীয় সেশন শেষে দুপুর ১টা ৪০ মিনিটে লাঞ্চ হবে। লাঞ্চ শেষে বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত চলবে তৃতীয় সেশন।

বিসিসিআইয়ের এক সূত্র অনুযায়ী, ''গুয়াহাটিতে সূর্যাস্ত তুলনামূলক আগে হয়। তাই আলো কমে আসার আগেই দিনের খেলা শেষ করতে সময়সূচি বদলানো হচ্ছে সেশনের। এতে খেলার সময়ও কিছুটা বাড়ানো সম্ভব হবে।'' 

সকাল ৯.৩০ থেকে শুরু হয় খেলা। প্রথম সেশনের পর লাঞ্চ। দ্বিতীয় সেশনের পর চা বিরতি হওয়াটাই প্রথা। তবে গুয়াহাটির বিশেষ পরিস্থিতির জন্য সেটায় পরিবর্তন আনছে বোর্ড। এর আগে ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে টেস্টে হারিয়েছে ভারত। এদিকে দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রস্তুতি হিসেবে এবার রঞ্জি খেলবেন যশস্বী জয়সওয়াল। 

কদিনের দলে থাকলেও অস্ট্রেলিয়ায় সুযোগ মেলেনি খেলার। এবার দেশে ফিরেই মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় টেস্ট দলের ওপেনার। মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলবেন তিনি।

 

এটা ঘটনা, সাদা বলের ক্রিকেটে সুযোগ না হলেও টেস্ট ক্রিকেটে যশস্বী এখন ভারতের প্রথম একাদশের নিয়মিত সদস্য। আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হবে ভারত–দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। প্রথম টেস্ট ইডেনে। টেস্টের আগে প্রস্তুতির জন্য রঞ্জি ট্রফিকে বেছে নিচ্ছেন তিনি। রঞ্জি ট্রফির তৃতীয় ম্যাচে মুম্বইয়ের প্রতিপক্ষ রাজস্থান। ১ নভেম্বর থেকে সেই ম্যাচে খেলতে চান তরুণ ওপেনার। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে যশস্বী তা জানিয়েও দিয়েছেন।

রাজস্থানের বিরুদ্ধে খেলতে পারবেন না মুম্বইয়ের অন্যতম ওপেনার আয়ুষ মাত্রে। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে দু’টি চার দিনের ম্যাচের জন্য তিনি ভারতীয় ‘এ’ দলে সুযোগ পেয়েছেন। স্বভাবতই যশস্বী খেলতে চাওয়ায় সুবিধা হবে মুম্বইয়ের। উল্লেখ্য, গত মরসুমের শেষে মুম্বইয়ের হয়ে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন যশস্বী। গোয়ার ক্রিকেট সংস্থার সঙ্গে প্রাথমিক কথাবার্তাও বলেছিলেন। পরে মুম্বইয়ের কর্তারা বুঝিয়ে তাঁকে থেকে যেতে রাজি করান।

আরও পড়ুন: নাইট শিবিরে যাবেন রোহিত? হিটম্যানের ভবিষ্যৎ জল্পনার মধ্যে মুম্বই-এর পোস্ট, কী জানাল তারা? ...