আজকাল ওয়েবডেস্ক: রবিবার রক্তের গতি বাড়ানো সেই ম্যাচ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সামনে পাকিস্তান। এই ম্যাচের অপেক্ষাতেই থাকে ক্রিকেটবিশ্ব। দুবাইয়ে হতে চলা এই ম্যাচের টিকিট অনেক আগেই বিক্রি হয়ে গিয়েছে। কাউন্টডাউন শুরু। কিন্তু পাকিস্তানের প্রাক্তন স্পিনার দানিশ কানেরিয়া মনে করেন, পাকিস্তানের জেতার কোনও সম্ভাবনাই নেই। ২৩ তারিখ ভারতই ম্যাচটা জিতবে।
কানেরিয়া বলছেন, ''বর্ডার-গাভাসকর ট্রফিতে বিপর্যয়ের পরে ঘরের মাঠে ইংল্যান্ডকে ওয়ানডে সিরিজে হারিয়েছে ভারত। রোহিত ও বিরাট রান পাওয়ায় আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে ভারতের। সামি ফিরে এসেছে দলে। ওর পারফরম্যান্স দিয়ে নিন্দুকদের মুখ বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে পাঁচটা উইকেট নিয়েছে।''
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে বাবর আজমকে নিয়ে তীব্র সমালোচনা হয়েছে। প্রাক্তন ক্রিকেটাররা বাবর আজমকে তুলোধনা করেছেন। কানেরিয়া বলছেন, ''ভারতের স্পিনাররা দুর্দান্ত। বাঁ হাতি স্পিনারের বিরুদ্ধে সমস্যায় পড়ছে বাবর আজম। ও কীভাবে রবীন্দ্র জাদেজা আর অক্ষর প্যাটেলকে সামলাবে? পাকিস্তানে কিন্তু ভাল মানের স্পিনার নেই। বিরাট কোহলি আর অন্য ব্যাটারা লেগ স্পিনের বিরুদ্ধে সমস্যায় পড়ে। এই ম্যাচ সব অর্থেই বড়। কিন্তু পাকিস্তানের এই ম্যাচ জেতার কোবও আশাই নেই।''
বিশেষজ্ঞরা অনেক কথাই বলেন কিন্তু আসল লড়াই তো মাঠেই হয়। সেই লড়াইয়ে কে জেতে সেটাই দেখার।
