আজকাল ওয়েবডেস্ক:‌ ক্যানবেরার ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। সিরিজের পরের টি–টোয়েন্টি ম্যাচ খেলতে ভারতীয় দল মেলবোর্ন পৌঁছে গেল। শুক্রবার সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টি। 


অভিষেক শর্মা, তিলক বর্মারা এই প্রথম জাতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় এসেছেন। এদিকে, মেলবোর্ন বিমানবন্দরে পাঞ্জাবের তিন ক্রিকেটারের খুনসুটি নজর এড়ায়নি। অভিষেক শর্মার একটি ব্যাগ দেখে মজা করেছেন অর্শদীপ সিং। দু’জনের কাণ্ড দেখে হো হো করে হেসে উঠেছেন দলের সহ অধিনায়ক শুভমান গিল।

 

আরও পড়ুন:‌ রোহিত–কোহলিরাও লাভের মুখ দেখাতে পারল না ক্রিকেট অস্ট্রেলিয়াকে, হয়ে গেল বিরাট লোকসান...


সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। দেখা গিয়েছে, অভিষেকের হাতে সবুজ রংয়ের একটি ব্যাগ রয়েছে। যার গায়ে বিভিন্ন রংয়ের তারা আঁকা। সব মিলিয়ে ব্যাগটি বেশ আকর্ষণীয়। অর্শদীপ তা দেখে অভিষেককে প্রশ্ন করেন, সেটি ‘লিমিটেড এডিশন’–এর (যা গোটা বিশ্বে স্রেফ কয়েকটিই উৎপাদন করা হয়) কি না। অভিষেক মাথা নেড়ে প্রতিবাদ করেন। এরপর অর্শদীপ আবার অভিষেকের জুতো নিয়েও মজা করেন। পাশে দাঁড়িয়ে হাসতে থাকেন শুভমান। অভিষেককে আওয়াজ দিতে ছাড়েননি তিনিও।


পাঞ্জাবের তিন ক্রিকেটার অতীতে বয়সভিত্তিক দলে একসঙ্গে খেলেছেন। ফলে তিন জনের সম্পর্ক অন্য রকমের। বুধবার বৃষ্টিতে ম্যাচ বন্ধ থাকাকালীন অভিষেকের সঙ্গে মজা করতে দেখা গিয়েছিল শুভমানকে। সেই ভিডিওটিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।


এদিকে, বুধবার মাত্র ৯.‌৪ ওভার খেলার হয়েছিল ক্যানবেরায়। ভারতের রান তখন ছিল ১ উইকেটে ৯৭। এমনই বৃষ্টি শুরু হয় যে আর খেলা শুরু করা যায়নি। এর আগে ৫ ওভারের পর একবার বৃষ্টি হয়েছিল। তারপর প্রায় ঘণ্টাখানেক পর খেলা শুরু হয়। কিন্তু দ্বিতীয়বার বৃষ্টির তীব্রতা এতটাই বেশি ছিল যে আর খেলা শুরু করা সম্ভব হয়নি। পরিত্যক্ত ঘোষণা করা হয়। তাই সিরিজ এখন চার ম্যাচের। 

 

আরও পড়ুন:‌ বাণিজ্যনগরীতে জারি হলুদ সতর্কতা, ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনাল ভেস্তে দেবে বৃষ্টি?‌ ...


তবে এটাও ঘটনা, রাত ১১টার মধ্যে ফ্লাডলাইট বন্ধ করে দেওয়ার নিয়মের কারণে ক্যানবেরায় আর ম্যাচ চালানো সম্ভব হয়নি। তবে ভেস্তে যাওয়া ম্যাচেও প্রাপ্তি সূর্যকুমার যাদবের ফর্মে ফেরা। তিনটি চার এবং দুটি ছয়ের সাহায্যে ২৪ বলে ৩৯ রানে অপরাজিত ছিলেন তিনি। উল্টোদিকে শুভমান গিল চারটি চার এবং একটি ছয়ের সাহায্যে ২০ বলে ৩৭ রান করে উইকেটে ছিলেন। অভিষেক শর্মা করেন ১৪ বলে ১৯ রান। 

 

 

‌‌