আজকাল ওয়েবডেস্ক: কঠিন প্রশ্নপত্র বাংলাদেশের হাতে ধরাল টিম ইন্ডিয়া। চেন্নাই টেস্ট কঠিন থেকে কঠিনতম হয়ে ধরা দিচ্ছে বাংলার বাঘেদের কাছে। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৮৭ রান করার পরে ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছে ভারত।
বাংলাদেশকে ৫১৫ রানের লক্ষ্য দিয়েছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা ইনিংসের সমাপ্তি ঘোষণার সময়ে শুভমান গিল ১১৯ রানে ও লোকেশ রাহুল ২২ রানে অপরাজিত ছিলেন।
বাংলাদেশের ব্যাটারদের এবার ভারতের পেসারদের গোলাগুলি সামলাতে হবে। প্রথম ইনিংসে বুমরা-আকাশদীপদের মোকাবিলা করতে না পেরে ১৪৯ রানে ধসে যায় বাংলাদেশের ইনিংস। তার পরে দ্বিতীয় ইনিংসে ভারতের তিন-তিনটি উইকেট দ্রুত তুলে নিলেও খষভ পন্থ ও শুভমান গিল ভারতকে নিয়ে যায় নিরাপদ দূরত্বে।
ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা, এই কথা মাথায় রেখেও বলে দেওয়াই যায়, বাংলাদেশের নাগালের বাইরে চলে গিয়েছে এই টেস্ট ম্যাচ। ম্যাচ বাঁচাতে হলে সাকিব-শান্তদের অতিমানবিক কিছু করতে হবে।
