আজকাল ওয়েবডেস্ক: প্যারিস অলিম্পিকে জয়ে ফিরল ভারতীয় হকি দল। আর্জেন্টিনার কাছে আটকে যাওয়ার পর আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারাল ভারত। দুটি গোলই করেন হরমনপ্রীত সিং। জোড়া জয়ের ফলে কোয়ার্টার ফাইনালের রাস্তা আরও উজ্জ্বল হল। ৩ ম্যাচ ভারতের পয়েন্ট ৭। গ্রুপ টেবিলে তিন নম্বরে রয়েছে ভারত। আর্জেন্টিনার বিরুদ্ধে একাধিক পেনাল্টি কর্নার পেয়েও কাজে লাগাতে পারেনি। আগের ম্যাচের ভুল শুধরে এদিন নামে ভারতীয় হকি দল। আয়ারল্যান্ডের বিরুদ্ধেও একাধিক পেনাল্টি কর্নার পায় ভারত। কিন্তু এদিনও মাত্র একটি পেনাল্টি কর্নার কাজে লাগাতে পারে ভারত। 

ম্যাচের প্রথম কোয়ার্টারে এগিয়ে যায় ভারতীয় দল। ১১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন হরমনপ্রীত। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে পরপর চারটে পেনাল্টি কর্নার পায় ভারত। সেই থেকেই গোল আসে। ১৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান বাড়ান হরমনপ্রীত। তৃতীয় এবং চতুর্থ কোয়ার্টারে আয়ারল্যান্ড আক্রমণ বাড়ায়। কিন্তু দুর্গ অক্ষত রাখেন শ্রীজেশ। তবে ২-০ তে এগিয়ে যাওয়ার পরও একাধিক সুযোগ পায় ভারত। কিন্তু কাজে লাগাতে পারেনি। ভারতের পরের ম্যাচ বেলজিয়ামের বিরুদ্ধে। ফরোয়ার্ডদের ব্যর্থতা বেলজিয়াম, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে সমস্যায় ফেলতে পারে ভারতীয় দলকে। প্রথম দুইয়ের মধ্যে শেষ করতে পারলে কোয়ার্টার ফাইনালে সহজ প্রতিপক্ষ পাওয়ার সম্ভাবনা থাকবে হরমনপ্রীতদের।