আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ দশ বছরের আধিপত্য শেষ। ডনের দেশে যে রাজ্যপাট এতদিন ধরে গড়ে তুলেছিল টিম ইন্ডিয়া, তা এদিনই হাতছাড়া হয়ে গেল। 

সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার আশাও শেষ হয়ে গেল। সিডনিতে জিতলে ক্ষীণ একটা আশা জেগে থাকত। একাধিক পারমুটেশন-কম্বিনেশনের দরকার ছিল। কিন্তু রবিবার ভারতের রণতরী সিডনিতে ডুবে যাওয়ায় সে সবের আর কিছু দরকার পড়ছে না। 

দক্ষিণ আফ্রিকা আগেই  বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছিল। এদিন অস্ট্রেলিয়াও চলে গেল। ফলে জুনে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া লর্ডসে মুখোমুখি হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এই প্রথম বার পৌঁছতে পারল না  ভারত। ২০২১ ও ২০২৩ সালে দু'বার ফাইনালে পৌঁছেও ভারত চ্যাম্পিয়ন হতে পারেনি। এবারই প্রথম বার ভারতহীন ফাইনাল হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে।  

বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া হল দশ বছর পরে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে হলে সিডনিতে জিততেই হত ভারতকে। কিন্তু দুর্বল ব্যাটিং সেই সুযোগ নিতে দিল না ভারতকে। ভারত আর অস্ট্রেলিয়ার এই সিরিজে একাই পার্থক্য গড়ে দিয়েছিলেন বুমরা। কিন্তু অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি বুমরা। প্রসিদ্ধ কৃষ্ণা তিনটি ও সিরাজ একটি উইকেট তুলে নিয়ে ধাক্কা দিয়েছিলেন অজিদেরষ। কিন্তু ট্র্যাভিস হেড ও ওয়েবস্টার অপরাজিত থেকে সিডনিতে জয় এনে দেন অস্ট্রেলিয়াকে।