আজকাল ওয়েবডেস্ক: টেস্ট ক্রিকেট ছাড়ার দিন স্থির করে ফেলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা?
'দ্য টাইমস অফ ইন্ডিয়া'র প্রতিবেদন অনুযায়ী, সিডনি টেস্টের পরই হিটম্যান নাকি অবসর নেবেন। যদিও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের শীর্ষকর্তা এবং নির্বাচকদের মধ্যে আলোচনা চলছে রোহিতের অবসরের দিনক্ষণ নিয়ে।
মেলবোর্নে হেরে গেলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওযার ক্ষীণ একটা সম্ভাবনা রয়েছে ভারতের। টিম ইন্ডিয়া যদি টেস্ট বিশ্বকাপের ফাইনালে পৌঁছয়, তাহলে অবশ্য আরেকটু দীর্ঘায়িত হবে রোহিতের টেস্ট কেরিয়ার। নইলে সিডনি টেস্টই হিটম্যানের শেষ টেস্ট হবে বলে জানানো হয়েছে 'দ্য টাইমস অফ ইন্ডিয়া'র প্রতিবেদনে।
রোহিত শর্মার ব্যাট 'বোবা' থেকে গিয়েছে। মেলবোর্নের প্রথম ইনিংসে রোহিতের ব্যাট থেকে এসেছিল ৩ রান। দ্বিতীয় ইনিংসে করেন মাত্র ৯ রান। পাঁচটি ম্যাচে তাঁর সংগ্রহ ৩১ রান।
চলতি বছর রোহিতের ব্যাটিং গড়ও পড়তির দিকে। ১৪টি টেস্টের মধ্যে মাত্র দু'টি সেঞ্চুরি ও দু'টি হাফ সেঞ্চুরি করেছেন হিটম্যান। পারথ টেস্টে তিনি খেলেননি। বাকি টেস্টগুলোতে খেললেও রোহিত হতশ্রী পারফরম্যান্স করেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর অবসর নিয়ে জোর চর্চা চলছে। টিম ইন্ডিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ থেকে ক্ষীণতর। ভারত ফাইনালে উঠতে না পারলে সিডনিতেই হয়তো রোহিত তাঁর কেরিয়ারের শেষ টেস্ট খেলতে চলেছেন।
