আজকাল ওয়েবডেস্ক: দেশের শিক্ষা পরিকাঠামো উন্নয়নের জন্য প্যারা অ্যাথলিটদের প্রাধ্যান্য দেওয়ার পাশাপাশি খেলাধুলোয় জোর দেওয়া জরুরি। এডুকেশন বোর্ড অফ ভোকেশনাল ট্রেনিংয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে এমনই জানালেন পদশ্রী দীপা মালিক। তিনি ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার প্যারা সুইমার রিমো সাহা এবং প্রাক্তন জাতীয় ফুটবলার আলভিটো ডি কুনহা।

দীপা মালিক বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের দেশে চলতি বছরের সেপ্টেম্বরে বসবে বিশ্ব প্যারা অ্যাথলিট চ্যাম্পিয়নশিপের আসর। যা দেশের সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষদের কাছে আনন্দের বিষয়।' দিল্লিতে অনুষ্ঠিত হবে এই বিশাল কর্মকাণ্ড। যেখানে বিশ্বের ১০০টি দেশ থেকে মোট হাজার প্রতিযোগী অংশগ্রহণ করবে। এই টুর্নামেন্ট থেকে অর্জন করা অভিজ্ঞতাই ক্রীড়াবিদদের আগামী ২০২৮ লস অ্যাঞ্জেলেস প্যারা অলিম্পিকের বাছাই পর্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আলভিটো ডি কুনহা বলেন, 'খেলাধুলোই পারে একজন মানুষের চরিত্র এবং শৃঙ্খলা গঠন করতে। সুতরাং পড়াশোনার পাশাপাশি খেলোধুলোয়ও সমান গুরুত্ব দিতে হবে।’