আজকাল ওয়েবডেস্ক: বাঁ হাতি সিমার তিনি। ভারত এ দলের হয়ে ইংল্যান্ড সফরে গিয়েছিলেন। খেলেছিলেন ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে গা ঘামানোর ম্যাচ। ১৯ ওভার হাত ঘুরিয়ে তিনি প্রথম ইনিংসে নিয়েছিলেন চার-চারটি উইকেট। কিন্তু তবুও সিনিয়র দলে তাঁর ঠাঁই হয়নি।
বঞ্চিত সেই বাঁ হাতি বোলার খলিল আহমেদ এবার
কাউন্টি খেলবেন। ২০২৫ মরশুম শেষ হওয়া পর্যন্ত এসেক্সের হয়ে খেলতে দেখা যাবে তাঁকে। কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও ওয়ান ডে কাপ-এ খেলবেন তিনি।
খলিল আহমেদ সিনিয়র ভারতীয় দলের হয়ে ২৯ বার খেলেছেন। ১১টি ওয়ানডে ও ১৮টি টি-টোয়েন্টি ম্যাচে নামেন খলিল। ২০১৮ সালে ওয়ানডে-তে অভিষেক হয় তাঁর। ১১টি ওয়ানডে থেকে তাঁর সংগ্রহ ১৫টি উইকেট। তাঁর সেরা বোলিং ১৩ রানে ৩ উইকেট।
এসেক্সের হয়ে সই করার পরে খলিল আহমেদ বলেন, ''এসেক্সের সঙ্গ চুক্তি করে আমি রোমাঞ্চিত। ক্লাবের সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে আমি অনেক কিছু শুনেছি। এবার আমি নিজেই এই ক্লাবের অংশ হতে পেরে একপ্রকার উত্তেজিত। এসেক্সের হয়ে প্রভাব ফেলতে চাই।''
খলিলকে সই করিয়ে দারুণ খুশি এসেক্স কর্তৃপক্ষ।
