আজকাল ওয়েবডেস্ক:  আইপিএলের মেগা নিলামে ২৩.৭৫ কোটি টাকায় ভেঙ্কটেশ আইয়ারকে কেনে  কেকেআর। তাঁকে রিটেন করেনি নাইটরা। নিলামে ভেঙ্কটেশ আইয়ারকে নিতে গিয়ে প্রায় সর্বস্বান্ত হওয়ার জোগাড় হয়েছে কেকেআরের। ভেঙ্কি মাইসোর বলেছেন, ''ভেঙ্কটেশকে নিতে গিয়ে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আমরা হয়তো কাউকে নিতেই পারব না।''

ঘরের ছেলেকে ঘরে ফেরানোর পরেও কেকেআর প্রবল সমালোচনার মুখে পড়ে। ভক্তরা বলতে থাকেন, ''কেনই বা ছাড়লে ভেঙ্কটেশ আইয়ারকে?'' কেকেআর-এর এই নীতি অনেকেরই বোধগম্য হয়নি। কিন্তু ভেঙ্কটেশ আইয়ারের জন্য কেকেআর-এর মরিয়া হয়ে ওঠার পিছনে অন্য কারণ রয়েছে বলে জানান ভেঙ্কি মাইসোর। তিনি বলেছেন, ''২০২১ সালে আমরা ফাইনালে খেলি, সেবারও ভাল খেলেছিল ভেঙ্কটেশ আইয়ার। যেবার চ্যাম্পিয়ন হলাম, সেবারও ভাল খেলেছে। আমাদের দলের  খুব গুরুত্বপূর্ণ সদস্য ভেঙ্কটেশ। ওকে দলে নেওয়ার জন্য আমাদের একপ্রকার বাধ্য করেছে।  আমাদের বলেছিল, তোমরা আমাকে না নিলে আমি কিন্তু খুব দুঃখ পাব। আমরা ওকে দুঃখ দিতে চাইনি। ওকে নিতে পেরে আমরা খুশি হয়েছি।''

ভেঙ্কটেশ আইয়ারের দাম যে এতটা উঠবে কেউই ভাবতে পারেননি। কলকাতার সঙ্গে ভেঙ্কটেশ গত কয়েক বছর ধরেই আছেন। বলা ভাল, কেকেআরে ভাল পারফরম্যান্স করেই তাঁর জাতীয় দলে জায়গা পাওয়া। চোটের সময়ও তাঁকে ছাড়েনি কলকাতা। 

গত বছর আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেন ভেঙ্কি। আইপিএল ফাইনালেও অর্ধশতরান করে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। সেই ভেঙ্কটেশের দাম যে এবার আকাশছোঁয়া হবে, তা কেউই বুঝতে পারেননি।