আজকাল ওয়েবডেস্ক: আইসিসি তিরস্কার করল ওয়েস্ট ইন্ডিজের পেসার জেডেন সিলসকে। দ্বিতীয় টেসটের প্রথম দিনে তিনি আইসিসি-র কোড অফ কন্ড্যাক্ট ভেঙেছেন। তার জন্য জেডেনের ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। যশস্বী জয়সওয়ালকে বল ছুড়ে মারার অভিযোগে ক্যারিবিয়ান তারকার উপরে এই শাস্তির খাঁড়া নেমে আসে। ডিমেরিট পয়েন্টও যোগ হয়।
অতীতেও তিনি একই কাজ করেছেন। ২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধেও একইভাবে বল ছুড়ে মেরেছিলেন ব্যাটারের দিকে। ভারতের ইনিংসের ২৯-তম ওভারের ঘটনা। ফলো থ্রু-তে সিলস বলটা ধরেই ছুড়ে মারেন। সেই নিক্ষিপ্ত বল জয়সওয়ালের প্যাডে লাগে। তিনি রান আউটের আবেদন করেন। সিলস ভেবেছিলেন বলের গতিপথ বোধহয় আটকেছেন জয়সওয়াল। তার পরে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে রিপ্লে দেখে পাইক্রফ্টের মনে হয়েছে, বল ছোড়ার কোনও দরকারই ছিল না। জয়সওয়াল ক্রিজের ভিতরেই ছিলেন। সিলস ২২ ওভার বল করেছেন। দুটো মেডেন ওভার দেন। ৮৮ রান দিলেও একটি উইকেটও পাননি। ভারত প্রথম ইনিংস শেষ করে ৫ উইকেটে ৫১৮ রানে। ব্যাট হাতে সিলস দশম উইকেটে ২৭ রান যোগ করেন।
এদিকে, নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চলতি ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। দ্বিতীয় দিনের খেলা শেষে কিংবদন্তি ক্যারিবিয়ান ব্যাটার ব্রায়ান লারার সঙ্গে দেখা করেন তিনি।
লারা মুগ্ধ হয়ে প্রশংসা জানিয়ে মজার ছলে বলেন, ‘আমাদের বোলারদের এতটা কষ্ট দিও না।’ জয়সওয়াল বিনয়ী ভঙ্গিতে জবাব দেন, ‘আমি শুধু চেষ্টা করছি, স্যার’। ২৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার ২৫৮ বলে ২২টি চার মেরে বড় ইনিংস খেলেন। দুর্ভাগ্যজনকভাবে অধিনায়ক শুভমান গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে তিনি ডাবল সেঞ্চুরি মিস করেন।
খেলা শেষে বিসিসিআইয়ের প্রকাশিত ভিডিওতে জয়সওয়াল বলেন, ‘আমি সবসময় দলের কথা আগে ভাবি। কীভাবে দলের জন্য নিজের সেরা খেলাটা খেলতে পারি। উইকেটের অবস্থা বুঝে, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাট করার চেষ্টা করি। যদি শুরুটা ভালো হয়, আমি সেটিকে বড় ইনিংসে রূপ দিতে চাই। এই মানসিকতা নিয়েই আমি সবসময় ব্যাট করতে নামি।’
জয়সওয়াল দ্বিতীয় উইকেটে সাই সুদর্শনের সঙ্গে ১৯৩ রানের জুটি গড়েন। কিছুটা চাপের মধ্যে থাকা সুদর্শনের ৮৭ রানের ইনিংসের প্রশংসা করে জয়সওয়াল বলেন, ‘আমরা দু’জন ঠিক করেছিলাম, যদি সেট হয়ে যাই, তাহলে ইনিংসটা লম্বা টানব। সুযোগ এলে শট খেলব, স্ট্রাইক ঘুরিয়ে রাখব। সে সত্যিই চমৎকার ব্যাট করেছে।’
শুভমান গিলের সঙ্গেও জয়সওয়াল তৃতীয় উইকেটে ৭৪ রানের পার্টনারশিপ গড়েন। গিল সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘গিল ভাই দারুণ ব্যাট করছে। আমরা দু’জনই ভাবছিলাম, যদি ইন হয়ে যাই, তাহলে ইনিংসটা বড় করতে হবে। নতুন বলে রান তোলার সুযোগ নিতে হবে। ওর সঙ্গে ব্যাট করতে দারুণ লাগে। গিল যেভাবে খেলার গতি নিয়ন্ত্রণ করে, তা অসাধারণ।’
