আজকাল ওয়েবডেস্ক: এ যেন পাকিস্তানেই সম্ভব! চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে থেকেই বিতর্ক শুরু হয়েছে টুর্নামেন্ট নিয়ে। ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ম্যাচের আগের ঘটনা যেন সবকিছুকে ছাপিয়ে গেল। শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড। কিন্তু ম্যাচ শুরুর আগে ঘটে গেল বড় ঘটনা। অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত বাজানোর সময় স্টেডিয়ামের স্পিকারে হঠাৎই বাজতে শুরু করে ভারতের জাতীয় সঙ্গীত! তাও শুরু থেকে নয়। মাঝখান থেকে বেজে ওঠে ভারতের জাতীয় সঙ্গীত।

 

এই ঘটনায় বিস্মিত হন অস্ট্রেলিয়ান ক্রিকেটার সহ উপস্থিত দর্শকরা। তবে সঙ্গে সঙ্গেই তা বন্ধ করে দেওয়া হয়। সংগঠকরা দ্রুত নিজেদের ভুল বুঝতে পেরে ভারতের জাতীয় সঙ্গীত বন্ধ করে দেন। তারপরেই নিয়মমত অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত বাজানো হয়। টুর্নামেন্টের আগে একাধিক ঘটনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সবকিছু মিটিয়ে শুরু হয়েছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কোনও ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হচ্ছে না। নিরাপত্তাজনিত কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ক্রিকেটারদের পাকিস্তান সফরে পাঠাতে চায়নি বিসিসিআই।

 

যে কারণে টুর্নামেন্ট হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হচ্ছে। ভারত নিজেদের সব ম্যাচ খেলছে দুবাইয়ে। আইসিসির আয়োজিত প্রতিটি বড় ইভেন্টে ম্যাচের আগে অংশগ্রহণকারী দুই দলের জাতীয় সঙ্গীত বাজানোর রীতি রয়েছে। টসের পর জাতীয় সঙ্গীত বাজানোর সময় খেলোয়াড়রা একে অপরের সঙ্গে করমর্দন করেন এবং ম্যাচের জন্য মানসিকভাবে প্রস্তুতি নেন। এই জাতীয় সঙ্গীত বাজাতে গিয়ে এবার নয়া বিতর্ক তৈরি হল পাকিস্তানে। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে সংগঠকদের এই অদ্ভুত ভুল নিয়ে এখন তোলপাড় নেটপাড়া।