আজকাল ওয়েবডেস্ক: 'হান্টিং ইন পেয়ার্স।' ইংরেজি এই প্রবাদটি সাধারণত প্রযোজ্য পেসারদের ক্ষেত্রে। কিন্তু তাতে নতুন মাত্রা দিয়েছেন ভারতীয় দলের দুই স্পিনার। রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে সপ্তম উইকেট ১৯৯ রান যোগ করে এই জুটি। যার ফলে ৬ উইকেটে ১৪৪ থেকে ৩৭৬ রানে পৌঁছয় ভারতীয় দল। এর আগে অতীতে এই জুটি লাল বলের ক্রিকেটে তিনবার ৫০ বা তার বেশি রানের পার্টনারশিপ গড়ে। জাদেজার প্রশংসা করতে একটুও কার্পণ্য করেননি অশ্বিন। জানান, উইকেটের অন্য প্রান্তে তিনি থাকায় টেস্টে ছয় নম্বর শতরান করতে তাঁর সুবিধা হয়। অশ্বিন বলেন, 'আমি সবসময় ওকে হিংসা করি। ঈশ্বর প্রদত্ত। প্রতিভাবান। ও নিজের ট্যালেন্ট কাজে লাগাতে পেরেছে। আমি যদি ওর মতো হতে পারতাম! তবে আমি নিজের মতো, তাতেই খুশি। ও দারুণ ক্রিকেটার। আমি ওর জন্য খুশি। গত কয়েক বছর ওকে ব্যাট করতে দেখে বুঝতে পেরেছি আমার উন্নতির কতটা জায়গা আছে।'
এ তো গেল ব্যাটিংয়ের কথা। বোলিংয়ের ক্ষেত্রে সম্পূর্ণ অন্যরকম অশ্বিন। ব্যাটারদের বোকা বানাতে ঝুলি থেকে নিত্যনতুন কায়দা বার করেন। অন্যদিকে নিজের লাইন লেন্থ বজায় রেখে বল করার চেষ্টা করেন জাদেজা। তবে জুটিতে বিপক্ষের ব্যাটারদের ঘুম ছুটিয়ে দিতে পারেন তাঁরা। গত জানুয়ারিতে অনিল কুম্বলে এবং হরভজন সিংয়ের জুটিকে টপকে ভারতের সবচেয়ে সফল বোলিং জুটির রেকর্ড গড়েন অশ্বিন-জাদেজা। এই প্রসঙ্গে অশ্বিন বলেন, 'ও স্বাভাবিক ছন্দে বল করে। যা ও একটানা করে যেতে পারে। আমরা একসঙ্গে বোলার হিসেবে পরিণত হয়েছি। দু'জনেই কিছু বিশেষ জিনিস করেছি। আমরা একে অপরকে গুরুত্ব দিই। আমরা একে অপরের সাফল্যও উপভোগ করি।' এখনও এই জুটির কাজ শেষ হয়নি। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে আরও একবার একসঙ্গে বল করতে হবে তাঁদের। প্রথম ইনিংসে উইকেট পাননি অশ্বিন। জোড়া উইকেট নেন জাদেজা।
