আজকাল ওয়েবডেস্ক:‌ সোমবার থেকে শুরু হয়ে গিয়েছে উইম্বলডন। এবারের প্রতিযোগিতায় একটা নিয়মে বদল হয়েছে। থাকবেন না কোনও লাইন জাজ। ১৪৮ বছরের পুরনো নিয়মে বদল করেছেন অল ইংল্যান্ড কর্তৃপক্ষ। পুরস্কারমূল্যও বেড়েছে এবারের টুর্নামেন্টে।


জানা গিয়েছে, উইম্বলডনে লাইন জাজ বদলে নিয়ে আসা হচ্ছে ‘ইলেকট্রনিক লাইন কলিং’ প্রযুক্তি। অর্থাৎ, এবার থেকে আর ‘ফল্ট’ বা ‘আউট’ চিৎকার মানুষের মুখে শুনতে পাওয়া যাবে না। বদলে একটা যন্ত্র সে কথা বলবে। এই প্রযুক্তি আসায় এবার থেকে আর লাইন জাজের সিদ্ধান্তের বিরুদ্ধে খেলোয়াড়দের প্রতিবাদ করার বিশেষ জায়গা থাকবে না। কারণ, পুরোটাই প্রযুক্তির মাধ্যমে ঘটবে। যাতে প্রযুক্তিতে কোনও ত্রুটি না হয় তার জন্য উইম্বলডনের সব কোর্ট মিলিয়ে মোট ৪৫০ ক্যামেরা বসানো হয়েছে।


আগেই অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেনে লাইন জাজের বদলে ‘ইলেকট্রনিক লাইন কলিং’ প্রযুক্তি শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ, একমাত্র ফরাসি ওপেনেই এখনও লাইন জাজ থাকবেন। উইম্বলডনে ৩০০ লাইন জাজ কাজ করেন। এবার সংখ্যাটা ৮০। এই ৮০ জনকে বলা হবে ‘ম্যাচ অ্যাসিস্ট্যান্ট’। দু’জন করে প্রতিটা কোর্টে থাকবেন। তাঁদের কাজ হবে চেয়ার আম্পায়ারকে সাহায্য করা। যদি কোনও কারণে ‘ইলেকট্রনিক লাইন কলিং’ প্রযুক্তি খারাপ হয়ে যায়, তখন তাঁরা কাজ করবেন।
এবারের উইম্বলডনে মোট পুরস্কারমূল্য ৬২২ কোটি টাকা। গতবারের তুলনায় ৭ শতাংশ বেশি। প্রতিযোগিতার ইতিহাসে এই পুরস্কারমূল্য রেকর্ড। এবার পুরুষ ও মহিলাদের সিঙ্গলস চ্যাম্পিয়ন পুরস্কারমূল্য বাবদ ৩৫ কোটি টাকা করে পাবেন। গত বারের পুরুষদের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ ও মহিলাদের চ্যাম্পিয়ন বারবোরা ক্রেচিকোভা যা পেয়েছিলেন তার থেকে এ বার ১১.১ শতাংশ বেশি টাকা পাবেন চ্যাম্পিয়নরা।


শুধু চ্যাম্পিয়নরা নন, প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেও ৭৭ লক্ষ টাকা করে পাবেন খেলোয়াড়েরা, যা গত বারের তুলনায় ১০ শতাংশ বেশি। ডাবলস (৪.৪ শতাংশ), মিক্সড ডবলস (৪.৩ শতাংশ) ও হুইলচেয়ার ইভেন্টে (৫.৬ শতাংশ) চ্যাম্পিয়নদের পুরস্কারমূল্যও গত বারের তুলনায় বেড়েছে।


এছাড়া পরিবর্তন হয়েছে ফাইনালের সময়ও। ডাবলস ও মিক্সড ডাবলসের ফাইনাল স্থানীয় সময় দুপুর ১টা (ভারতীয় সময় বিকাল সাড়ে ৫টা) ও সিঙ্গলস ফাইনাল স্থানীয় সময় বিকাল ৪টে (ভারতীয় সময় সন্ধে সাড়ে ৮টা) থেকে শুরু হবে। ফলে খেলা শেষ হতে হতে মধ্যরাত হয়ে যেতে পারে।