আজকাল ওয়েবডেস্ক: প্যারিস অলিম্পিকে ব্যাডমিন্টন সিঙ্গলসের প্রি কোয়ার্টারে লক্ষ্য সেনের কাছে হার মানতে হয়েছে এইচ এস প্রণয়কে। আর হারের পর নিজের এক্স হ্যান্ডেলে বিশেষ বার্তা দিয়েছেন প্রণয়। প্রি কোয়ার্টার ফাইনালে পুরোপুরি ফিট দেখায়নি প্রণয়কে। লক্ষ্যের কাছে হারতে হয়েছে তাঁকে। হারের পর নিজের এক্স হ্যান্ডেলে লক্ষ্য সেনকে শুভেচ্ছা জানিয়েছেন প্রণয়। জানিয়েছেন, বাকি জীবনটা তাঁর নামের পাশে অলিম্পিয়ান ট্যাগ থাকবে সেটা তাঁর কাছে গর্বের।





পোস্টে প্রণয় লিখেছেন, 'অনেক অনিশ্চয়তার মধ্যেও অলিম্পিক থেকে কী আশা করব বুঝতে পারিনি। তবে কখনও কখনও লক্ষ্যের থেকে যাত্রা অনেক বেশি শিক্ষা দেয়। অলিম্পিকের মঞ্চে থাকতে চেয়েছিলাম, কিন্তু সেটা হল না। লক্ষ্যের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল। আমি চাই ও পদক দেশে আনুক।'






বৃহস্পতিবার ব্যাডমিন্টন সিঙ্গলসে ভারতের হয়ে খেলতে নেমে আর এক ভারতীয় এইচ এস প্রণয়ের মুখোমুখি হয়েছিলেন তিনি। স্ট্রেট সেটে দাঁড় করিয়ে প্রণয়কে হারালেন তিনি। একপেশে ম্যাচে লক্ষ্য জেতেন ২১-১২, ২১-৬ গেমে। অলিম্পিকে এখনও পর্যন্ত অপরাজিত লক্ষ্য সেন। আগের দিন বিশ্বের তৃতীয় ব়্যাঙ্কে থাকা জোনাথন ক্রিস্টিকে হারিয়ে দেন লক্ষ্য। প্রি-কোয়ার্টার ফাইনালে প্রণয়কে দাঁড়াতেই দেননি তিনি। প্রথম গেমে প্রণয় কিছুটা লড়াই করলেও দ্বিতীয় গেমে পুরো আধিপত্য রেখে গেম জিতে নেন লক্ষ্য।