আজকাল ওয়েবডেস্ক: দিল্লির বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে বিরাট কোহলির উইকেট নিয়ে আলোচনায় উঠে এসেছেন রেলওয়ে দলের পেসার হিমাংশু সাংওয়ান। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন মাত্র ৬ রানে কোহলিকে আউট করেন তিনি। উইকেটের পর তাঁর সেলিব্রেশন রীতিমত ভাইরাল করে দিয়েছে তাঁকে। এবার এক চমকপ্রদ তথ্য সামনে আনলেন রেলওয়েজের পেসার। বিরাট কোহলিকে কোথায় বল করতে হবে এই প্রসঙ্গে তাঁকে পরামর্শ দিয়েছিলেন টিম বাসের চালক! এই কথা সামনে আসতেই রীতিমত শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এক সাক্ষাৎকারে সাংওয়ান জানিয়েছেন, টিম বাসের চালক তাঁকে বলেছিলেন যে কোহলিকে আউট করতে হলে চতুর্থ-পঞ্চম স্টাম্পের লাইন ধরে বল করে যেতে হবে।

 

 

সাংওয়ান বলেন, ‘আমি যখন দলের সঙ্গে বাসে সফর করছিলাম, তখন বাস চালক আমাকে বললেন, বিরাট কোহলিকে আউট করতে হলে চতুর্থ-পঞ্চম স্টাম্প লাইনে বল করো। আমি কথাটা শুনে সত্যিই অবাক হয়েছিলাম। তবে আমি আমার শক্তির দিকেই বেশি মনোযোগ দিয়েছিলাম, প্রতিপক্ষের দুর্বলতা নিয়ে ভাবিনি। আমি আমার বোলিংয়ের ওপর বিশ্বাস রেখেছিলাম এবং উইকেট পেয়েছি। তিনি আরও জানান, দিল্লির ব্যাটাররা মূলত আক্রমণাত্মক ক্রিকেট খেলে। তাই, রেলওয়েজের কোচ বোলারদের লাইন-লেংথ বজায় রাখার পরামর্শ দিয়েছিলেন। বিরাট কোহলির জন্য নির্দিষ্ট কোনও পরিকল্পনা ছিল না। শুধু নির্দিষ্ট লাইন ধরে বোলিং করে যেতে হয়েছে। তাতেই মিলেছে সাফল্য। উল্লেখ্য, ম্যাচের পর বিরাট কোহলির সঙ্গে দেখাও করেন সাংওয়ান। যে বলটি দিয়ে বিরাটকে তিনি আউট করেছিলেন তাতে সইও করে দেন কোহলি। সাংওয়ানের বোলিংয়ের প্রশংসাও করেন এবং ভবিষ্যতের জন্য তাঁকে শুভেচ্ছা জানান।