আজকাল ওয়েবডেস্ক: ঘরের মাঠে জয় অধরা ছিল। অস্ট্রেলিয়ায় জয়ে ফিরল ভারত। এবং একগুচ্ছ রেকর্ড গড়ে। একনজরে দেখে নিই সেগুলো।
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ভারত সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড গড়ল। এর আগে ১৯৭৭ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ২২২ রানে ভারত জিতেছিল। এবার পারথে ২৯৫ রানে জিতল টিম ইন্ডিয়া।
বিদেশের মাটিতে তৃতীয় বার বড় ব্যবধানে জয়ের রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া। এর আগে ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩১৮ রানে জিতেছিল ভারত। এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয় টিম ইন্ডিয়ার। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩০৪ রানে জয় দ্বিতীয় স্থানে।
পারথের অপটাস স্টেডিয়ামে ভারতই প্রথম দল যারা অস্ট্রেলিয়াকে হারাল। আগে এই মাঠেই অজিরা ৪-০-এ জিতেছিল। হারিয়েছিল পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে। সফরকারী প্রথম অধিনায়ক হিসেবে বুমরা এই স্টেডিয়ামে জিতলেন।
অস্ট্রেলিয়ার মাটিতে ১০ বা তার বেশি টেস্ট ম্যাচ জেতার নিরিখে বিচার করলে ভারত চতুর্থ স্থানে রয়েছে। ইংল্যান্ড (৫৭), ওয়েস্ট ইন্ডিজ (১৯) এবং দক্ষিণ আফ্রিকা (১০) এই প্রস্তরফলক ছুঁয়েছে।
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জেতার নিরিখে বুমরা সপ্তম ভারতীয় অধিনায়ক। তিনি ছাড়া অজিঙ্কে রাহানে, বিরাট কোহলি, সুনীল গাভাসকর, বিষেণ সিং বেদি, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং অনিল কুম্বলেও অজিভূমে টেস্ট জেতার নজির গড়েন।
পারথে (ওয়াকা ও অপটাস মিলিয়ে) টেস্ট জয়ের ক্ষেত্রে বুমরা দ্বিতীয় এশিয়ান অধিনায়ক। অনিল কুম্বলে ২০০৮ সালে পারথে জয়ের স্বাদ পেয়েছিলেন।
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে একাধিকবার আট বা তার বেশি সংখ্যক উইকেট নেওয়ার ক্ষেত্রে বুমরা দ্বিতীয় ভারতীয় বোলার। ২০১৮-র পর ২০২৪ সালে বুমরা ম্যাচে আটটি উইকেট নিলেন। ১৯৮৫ ও ১৯৯২ সালে কপিল দেব অস্ট্রেলিয়ার মাটিতে এই নজির গড়েছিলেন।
