আজকাল ওয়েবডেস্ক:‌ বড় নজির গড়ে ফেললেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। প্রসঙ্গত, টি২০ সিরিজের পর ইংল্যান্ডের মাটিতে ইংরেজদের হারিয়ে ওয়ানডে সিরিজও জিতে নিয়েছে ভারতীয় দল। মঙ্গলবার তৃতীয় এক দিনের ম্যাচে ইংল্যান্ডকে ১৩ রানে হারিয়েছে তারা। সেই ম্যাচে শতরান করেছেন হরমনপ্রীত কৌর। একাধিক নজিরও গড়েছেন ভারতের অধিনায়ক। ম্যাচের পর সতীর্থের সঙ্গে পুরস্কার ভাগ করে নিলেন তিনি।


৮৪ বলে ১০২ রান করেছেন হরমনপ্রীত। ১৪টা চার মেরেছেন তিনি। এক দিনের ক্রিকেটে এটা সপ্তম শতরান হল তাঁর। তার মধ্যে তিনটি ইংল্যান্ডের মাটিতে। বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে ইংল্যান্ডে গিয়ে এক দিনের ম্যাচে তিনটে শতরান করলেন তিনি। পিছনে ফেললেন মিতালি রাজ এবং অস্ট্রেলিয়ার মেগ ল্যানিংকে। দু’জনেরই দুটো করে শতরান রয়েছে।


এক দিনের ক্রিকেটে ভারতের দ্বিতীয় দ্রুততম মহিলা ক্রিকেটার হিসাবে শতরান করলেন হরমনপ্রীত। তাঁর শতরান এসেছে ৮২ বলে। প্রথম স্থানে স্মৃতি মন্ধানা, যিনি এ বছর আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৭০ বলে শতরান করেছিলেন।


এদিকে, ভারতের তৃতীয় মহিলা ক্রিকেটার হিসাবে এক দিনের ক্রিকেটে চার হাজার রান হল হরমনপ্রীতের। এই কৃতিত্ব রয়েছে মিতালি রাজ এবং স্মৃতি মান্ধানার। 
ইংল্যান্ডে গিয়ে দ্বিতীয় অ–ইংরেজ ক্রিকেটার হিসাবে এক দিনের ক্রিকেটে ১০০০ রান করলেন হরমনপ্রীত। মিতালি রাজেরও এই কৃতিত্ব রয়েছে।

 

আরও পড়ুন:‌ মেজর লিগ সকার ছেড়ে ইউরোপে ফিরছেন মেসি!‌ জল্পনা তুঙ্গে 


এদিকে, ম্যাচের পর সেরা ক্রিকেটারের পুরস্কার বোলার ক্রান্তি গৌড়ের সঙ্গে ভাগ করে নেন হরমনপ্রীত কৌর। তাঁর শতরান ছাড়াও ইংল্যান্ডকে হারাতে সাহায্য করেছে গৌড়ের ৫২ রানে ৬ উইকেট। 


হরমনপ্রীত ম্যাচের পর বলেন, ‘‌ম্যাচের সেরা পুরস্কার ক্রান্তির সঙ্গে ভাগ করে নিতে চাই। জীবনের অন্যতম সেরা বোলিং করেছে। বোলার হিসাবে দারুণ কৃতিত্ব। তোমার মতো জোরে বোলার খুঁজে বার করার জন্য আপ্রাণ চেষ্টা করছিলাম। দারুণ খেলেছ। তুমিও এই পুরস্কারের যোগ্য।’‌ 

এর আগে চলতি মাসেই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম বার টি২০ সিরিজ জিতেছে ভারতের মহিলা দল। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে ফেলেছিল হরমনপ্রীত কৌরের দল। 


২০০৬ সালে একটি টি২০ ম্যাচে ভারত হারিয়েছিল ইংল্যান্ডকে। তার পর থেকে দেশ বা বিদেশি, দুই মাঠেই ইংল্যান্ডের কাছে টি২০ সিরিজে হেরেছে ভারত। ১৯ বছর পর অবশেষে সাফল্য। আর এবার টি২০ সিরিজের পর একদিনের সিরিজও জিতল ভারতের মেয়েরা। তাও আবার বিলেতের মাটিতে। 

টি২০ সিরিজ জয়ের পর হরমনপ্রীত বলেছিলেন, ‘আমরা জিততে পেরে গর্বিত। গোটা সিরিজেই ভাল খেলেছি। ছন্দ ফিরে পাওয়া খুব দরকার ছিল। দলের প্রত্যেকে নিজেদের মতো করে অবদান রেখেছে।’‌


হরমনপ্রীত আরও বলেছিলেন, ‘‌এ দেশে আসার আগে জাতীয় শিবিরে প্রত্যেকে পরিশ্রম করেছি। নিজের পরিকল্পনা নিয়ে ভাবনাচিন্তা করেছি। এখানে এসে সেগুলো কাজে লাগাতে পেরেছি। সকলে নিজেদের ভূমিকা জানত। সে ভাবেই খেলেছি।’‌ 

এদিকে, বুধবার থেকে ম্যাঞ্চেস্টারে শুরু হচ্ছে ভারত–ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্ট। সিরিজে সমতা ফেরাতে হল এই ম্যাচ জিততেই হবে টিম ইন্ডিয়াকে।