আজকাল ওয়েবডেস্ক: সিডনি টেস্টে না খেলায় লাল বলের ক্রিকেটে রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। তাঁর অনুপস্থিতিতে বর্ডার-গাভাসকর ট্রফিতে দলকে নেতৃত্ব দেন যশপ্রীত বুমরা। পারথে তাঁর নেতৃত্বেই বিরাট ব্যবধানে প্রথম টেস্ট জেতে ভারত। চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে রান পেতে হিমশিম খান রোহিত। পাঁচ ইনিংসে মাত্র ৩১ রান করেন। ধরে নেওয়া হচ্ছে, ভারতের জার্সিতে শেষ টেস্ট খেলে ফেলেছেন রোহিত। তারই মধ্যে একটি রিপোর্টে জানানো হয়েছে, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নেতৃত্ব হারাতে পারেন রোহিত। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। বোর্ডের এক সূত্র জানায়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে হার্দিক পাণ্ডিয়াকে অধিনায়ক করায় কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। বোর্ডের সূত্র বলেন, 'চাপের পরিস্থিতিতে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে হার্দিকের। অলরাউন্ডার এবং নেতা হিসেবে ওর অভিজ্ঞতার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আইসিসি টুর্নামেন্টে নেতৃত্ব দেওয়ার বিষয়ে ও আদর্শ।'
টি-২০ বিশ্বকাপ জেতার পর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর নেন রোহিত। টেস্টেও রানের মধ্যে ছিলেন না। তাই তাঁর ওপর চাপ কমাতে এমন সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে বোর্ড। অধিনায়কত্বের দৌড়ে এগিয়ে আছেন হার্দিক। একদিনের ক্রিকেটে এখনও সেইভাবে নিজের চাপ রাখতে পারেননি টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদব। শুভমন গিলকে আরও কিছুটা পরিণত হতে হবে। বোর্ডের সূত্র বলেন, 'নেতা হিসেবে পরিণত হতে আরও প্রস্তুতি লাগবে গিলের। সূর্যকুমারের একদিনের ক্রিকেটে পারফরম্যান্স নজরকাড়া নয়। রোহিতকে পাওয়া না গেলে নেতৃত্ব দেওয়ার আদর্শ লোক হার্দিক।' ১৯ ফেব্রুয়ারি থেকে হাইব্রিড মডেলে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। করাচিতে উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামবে পাকিস্তান। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে প্রথম ম্যাচে বাংলাদেশের মুখামুখি টিম ইন্ডিয়া।
