আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে  সিরিজের আগে ঘরোয়া টুর্নামেন্ট খেলবেন হার্দিক পাণ্ডিয়া। প্রোটিয়াদের বিরুদ্ধে নামার আগে ফিটনেসের দিক থেকে চূড়ান্ত  জায়গায় পাণ্ডিয়া রয়েছেন কিনা তার জন্যই  ঘরোয়া টুর্নামেন্টে খেলবেন পাণ্ডিয়া। 
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বরোদার হয়ে প্রতিনিধিত্ব করবেন তিনি। ২৬ নভেম্বর বাংলা ও হায়দরাবাদের ম্যাচ রয়েছে। সেই ম্যাচে খেলতে পারেন পাণ্ডিয়া। 
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পাণ্ডিয়া বর্তমানে বিসিসিআই-এর সেন্টার অফ এক্সেলেন্সে ট্রেনিং করছেন। ঘরোয়া টুর্নামেন্টে বাংলার বিরুদ্ধে প্রথম ম্যাচ তিনি যদি না-ও খেলেন তাহলে রাঁচিতে হতে চলা ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডে-র আগে পুদুচেরির বিরুদ্ধে খেলতে দেখা যাবে তাঁকে। 

এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোরে পাণ্ডিয়াকে ভারতের জার্সিতে শেষবার দেখা গিয়েছিল। সেই ম্যাচটি ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে। বাঁ পায়ের কোয়াড্রিসেপ পেশিতে চোটের জন্য ফাইনালে আর নামা হয়নি পাণ্ডিয়ার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে পাণ্ডিয়া যাননি। 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হবে ৬ ডিসেম্বর বিশাখাপত্তনমে। এর পরে রয়েছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৯ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত যা চলবে। 

এদিকে ২৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে বিজয় হাজারে ট্রফি। পাণ্ডিয়াকে কি দেখা যাবে সেই টুর্নামেন্টে? সময় অবশ্য এর উত্তর দেবে। 

এদিকে, রোহিত শর্মা ও বিরাট কোহলিকে কড়া বার্তা পাঠাল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। দুই তারকা ক্রিকেটার যদি মনে করেন ওয়ানডেতেই খেলবেন, তাহলে তাঁদের ঘরোয়া ওয়ানডে খেলতেই হবে। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সম্প্রতি তিন ম্যাচের ওয়ানডে খেলেছেন রোহিত ও বিরাট। রোহিত প্রথম ম্যাচে রান পাননি। কিন্তু পরবর্তী দুটো ম্যাচে হিটম্যান সফল হন। তৃতীয় ম্যাচে তিনি শতরান করেন। বিরাট কোহলি আবার প্রথম দুটো ম্যাচে খাতা খোলেননি। কিন্তু কিন্তু তৃতীয় ওয়ানডেতে রান পান। 

এবার তাঁদের সামনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওানডে সিরিজ। সেই সিরিজের দিকেই নজর দিচ্ছেন তাঁরা। বোর্ডের একটি সূত্র সর্বভারতীয় এক মিডিয়াকে বলেছেন, ''বোর্ড এবং টিম ম্যানেজমেন্ট দু'জনকেই জানিয়ে দিয়েছে যে ভারতের হয়ে খেলতে হলে তাদের ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে। যেহেতু দু'জনেই দু'টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন, তাই ম্যাচ ফিট থাকার জন্য তাঁদের ঘরোয়া ক্রিকেট খেলতে হবে।'' 

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে রোহিত মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)-কে জানিয়েছেন যে তিনি ২৬ নভেম্বর থেকে শুরু হতে চলা সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে প্রস্তুত। 
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক মুম্বইয়ের শরদ পাওয়ার ইন্ডোর অ্যাকাডেমিতে ট্রেনিং নিচ্ছেন। অন্যদিকে, কোহলি এখন লন্ডনে রয়েছেন। সেখানে প্রশিক্ষণ নিচ্ছেন কিন্তু ঘরোয়া ক্রিকেট খেলছেন না। দুই ক্রিকেটার শেষবার ঘরোয়া ক্রিকেটে নেমেছেন রঞ্জি ট্রফিতে।