আজকাল ওয়েবডেস্ক: গৌতম গম্ভীর মানেই বিতর্ক। বিশ্বকাপের আগে তিনি বাবর আজমকে সম্ভাব্য তারকা বেছে নেওয়ায় নতুন করে তৈরি হয়েছে আলোড়ন।
বিরাট কোহলি ও রোহিত শর্মা বনাম গৌতম গম্ভীর। এটাই নতুন স্টোরিলাইন ভারতীয় ক্রিকেটে। সেই আবহে পুরনো একটি ভিডিও হঠাৎই ভেসে উঠেছে। ২০২৩ বিশ্বকাপের ঠিক আগে গৌতম গম্ভীরকে প্রশ্ন করা হয়েছিল আসন্ন বিশ্বকাপের সেরা তারকা হবেন কে?
রোহিত শর্মা, বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নাররা থাকলেও গম্ভীর কিন্তু বেছে নিয়েছিলেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবরকে।
সেই ভিডিও এখন আবার নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গম্ভীরকে বলতে শোনা গিয়েছিল সেই সময়ে, ''বিশ্বকাপ মাতিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে বাবরের। যদিও রোহিত শর্মা, বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসনের মতো তারকা রয়েছে তবে বাবর আজমের কোয়ালিটিই অন্যরকমের।''
গম্ভীরের এহেন দাবি মেলেনি কিন্তু। পাকিস্তানের বাবর আজম মাত্র ৩২০ রান করেছিলেন ন'টি ইনিংসে। গড় ছিল ৪০।
বিরাট কোহলি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন। অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরে গেলেও তিনিই ছিলেন মধ্যমণি। ১১টি ইনিংসে ৭৬৫ রান করেছিলেন বিরাট।
অন্যদিকে রোহিত শর্মার ব্যাট থেকে এসেছিল ৬০০ রান। ইনিংসের শুরুতে তিনি ঝড় তুলতেন। আর বিরাট গোটা ইনিংস নিয়ন্ত্রণ করে যেতেন।
সেই বিরাট-রোহিতকে ছেড়ে গম্ভীর কিনা বেছে নিয়েছিলেন পাকিস্তানের বাবর আজমকে!
.@GautamGambhir will eagerly watch out for @babarazam258's performance this #CWC2023. 👀
— Star Sports (@StarSportsIndia)
Will Babar prove to be the BEST against the rest on the BIGGEST stage?#WorldCupOnStar#Cricket pic.twitter.com/CwccE3r5JITweet by @StarSportsIndia
