আজকাল ওয়েবডেস্ক: এখনও লাল বলের ক্রিকেটে দেশের জার্সিতে অভিষেক হয়নি। 

কয়েকটা সফরে দলের সঙ্গে থাকলেও হাতেখড়ি হয়নি। এবার সেই অভিমন্যু ঈশ্বরণের অধিনায়কত্বে খেলবেন যশস্বী জয়সওয়াল, ঈশান কিষাণ, করুণ নায়াররা। 

শুক্রবার ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় এ দল ঘোষণা করা হল। সুযোগ পেয়েছেন ঈশান কিষাণ এবং করুণ নায়ার। দলে আছেন যশস্বী জয়সওয়ালও। 

দ্বিতীয় ম্যাচের আগে শুভমন গিল এবং সাই সুদর্শন দলের সঙ্গে যোগ দেবে। নীতিশ কুমার রেড্ডি, শার্দূল ঠাকুর, ঋতুরাজ গায়কোয়াড়, খলিল আহমেদ, সরফরাজ খানও দলে রয়েছে। দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। সহ অধিনায়ক ধ্রুব জুরেল। 

কিন্তু এ দলের সঙ্গে কোচ হিসেবে যাবেন না গৌতম গম্ভীর। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এ দলের কোচ হিসেবে বেছে নিয়েছেন হৃষিকেশ কানিতকরকে। 

ভারত এ দল দুটো প্রথম শ্রেণির ম্যাচ খেলবে ইংল্যান্ডের মাটিতে। একটি ক্যান্টারবেরিতে। অন্যটি নর্দ্যাম্পটনে। ভারত এ দলের প্রতিপক্ষ ইংল্যান্ড লায়ন্স। তার পরে দ্বিতীয় ম্যাচটি হবে ভারতের সিনিয়র দলের সঙ্গে। 

হৃষিকেশ কানিতকর জাতীয় দলের হয়ে টেস্ট ও ওয়ানডে খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে ৮ হাজারের বেশি রান করেছেন। ভারত এ দলের ইংল্যান্ড সফরে কানিতকরের অভিজ্ঞতা কাজে লাগবে।